Header Ads

নারায়ণ দেবনাথ ৯৬ বছরেও নট আউট, অসুস্থ শরীরেই আঁকলেন বাঁটুলের ছবি


নারায়ণ দেবনাথের 'পদ্মশ্রী' জয়ের খবরে যখন সাহিত্যপ্রেমীরা আনন্দিত তখন নারায়ণ দেবনাথের অসুস্থতার খবরে হতাশ হতে হয় সাহিত্যপ্রেমীদের। তাঁর শুভানুধ্যায়ী মানুষদের কাছে জানা গেছে তিনি গত ২৫ শে জানুয়ারী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তারপর বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে বার্ধক্যজনিত নানান অসুখের সাথে সর্দি থাকার জন্য কোনোরকম ঝুঁকি না নিয়ে ২৭ শে জানুয়ারী একটি বেসরকারি হাসপাতালে তাঁর করোনা টেস্ট করা হয়। যার রিপোর্ট আসে নেগেটিভ। যা নারায়ণ দেবনাথ অনুরাগীদের সাময়িক স্বস্তি দেয়। 


২৭ শে জানুয়ারী তাঁর করোনা টেস্টের পর দুই দিন তিনি কিছুটা সুস্থ থাকলেও ২৯ তারিখে তিনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। ঐদিন বিকেল পাঁচটার সময় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি প্রায় অনেকটাই সুস্থ আছেন৷ 

নারায়ণ দেবনাথের বয়স এখন ৯৬ বছর। কোনো মানুষই সচরাচর এতো বছর বাঁচেন না। অথচ নারায়ণ দেবনাথ স্বমহিমায় বিরাজমান। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন ঠিকই কিন্তু নিজের শিল্পসত্ত্বাকে এখনও কাজে লাগাচ্ছেন। শারীরিক অসুস্থতাও যে কোনো শিল্পীকে দাবিয়ে রাখতে পারে না তার প্রমাণ দিলেন তিনি৷ হাসপাতালের বেডে বসে নিজের খেয়ালে আনমনে বাঁটুলের ছবি আঁকছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর হাসপাতালের বেডে বসে ছবি আঁকার দৃশ্য প্রচণ্ড ভাইরাল হয়েছে।  

উষ্ক-শুষ্ক চুল। চেহারায় অসুস্থতার ছাপ। গায়ে তাঁর হাসপাতালের জামা জড়ানো। কিন্তু সেদিকে তিনি দৃষ্টিপাত করছেন না। সাদা খাতার ওপর নিজের সৃষ্টি করা কমিকস চরিত্র বাঁটুলের চিত্র অঙ্কন করছেন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাঙালিকে বাংলা কমিকসে মাতিয়ে রাখা এক উজ্জ্বল কমিকস তারকা হলেন নারায়ণ দেবনাথ। অসুস্থ শরীরেও তিনি হার মানতে রাজী নন। শিল্পের কলম তাঁর হাতে এখনও চলছেই। 

৯৬ বছর বয়সে অসুস্থ শরীরে কজনই বা পারেন ছবি আঁকতে৷ নারায়ণবাবু তা অনায়াসেই পারেন। নারায়ণবাবুর মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করে৷ তিনি আর পাঁচটা কমিকস শিল্পীদের থেকে আলাদা। জীবনে কী পেলাম আর কী পেলাম না তার হিসেব গণনা তিনি আজ পর্যন্ত কখনও করেননি। তিনি আজীবন নিঃস্বার্থ ভাবে বাংলা ভাষার জন্য কাজ করেছেন তাঁর জীবনে অসংখ্য ঘাত-প্রতিঘাত থাকা সত্ত্বেও।  নতুন প্রজন্মের কাছে তিনি এক মহীরুহ অনুপ্রেরণা। তাই তো এক নিঃশ্বাসে বলতেই হবে 'নারায়ণ দেবনাথ দ্য গ্রেট। নারায়ণ দেবনাথ নট আউট।' 

প্রতিবেদন- সুমিত দে


No comments