জাতিসংঘের ২০ জন উচ্চস্তরের উপদেষ্টা ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেলেন জয়তি ঘোষ
করোনা পরবর্তী বিশ্ব নানান সমস্যায় জর্জরিত। বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে? মানুষ করোনা পরবর্তী সময়ে এবার কোন কোন অবস্থার সম্মুখীন হবে? বিশ্বের আর্থিক পরিকাঠামো কী ভেঙ্গে পড়বে? এরকম কঠিন সব প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সম্মিলিত জাতিপুঞ্জ। করোনা পরবর্তী সময়ের মেরুদণ্ডকে আরো বেশি শক্ত করতে একাধিক পরিকল্পনার বাস্তবায়ন করে ফেলেছে জাতিপুঞ্জ।
ইতিমধ্যেই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক অধিদপ্তর ঘোষণা করেছে যে বিশিষ্ট ব্যক্তিত্ব, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁদের বৌদ্ধিক নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী খ্যাতিমান ব্যক্তিরা অর্থনৈতিক ও সামাজিক বিষয়সমূহের বিষয়ে দ্বিতীয় জাতিসংঘের উচ্চ-স্তরের উপদেষ্টা বোর্ড বা এইচএলবি গঠন করবেন। এমনকি আগামী দুই বছর, এই বোর্ড স্থায়িত্বমূলক উন্নয়নের বিষয়ে জাতিসংঘের ভাবনার নেতৃত্বকে শক্তিশালী করবে।
এই জাতিসংঘের দ্বারা উচ্চ-স্তরের উপদেষ্টা বোর্ডে নিয়োগপ্রাপ্ত ২০ জন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে স্থান পেলেন ভারতীয় উন্নয়ন অর্থনীতিবিদ জয়তি ঘোষ। কোভিড পরবর্তী সময়ে বর্তমান ও ভবিষ্যতের আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া জানাতে সুপারিশ সরবরাহ করবেন তিনি।
জয়তি ঘোষ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ও এম.ফিল উত্তীর্ণ হন৷ তারপর কেমব্রিজ ইউনিভার্সিটিতে গবেষণা করেন। এরপর জেএনইউ ও আমেরিকা-ইউরোপের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির একজন স্বনামধন্য অধ্যাপিকা। তাঁর বেশ কয়েকটি মৌলিক গবেষণা পরিবেশ ও অর্থনীতির দ্বন্দ্বের মীমাংসার পথ দেখায়৷ আর সেই পথেই হাঁটতে চাইছে জাতিপুঞ্জ।
তিনি তাঁর দক্ষতা ও কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের উন্নয়নমূলক কর্মসূচীর পুরস্কার অর্জন করেছেন৷ এছাড়াও তাঁর বহু নিবন্ধের পাশাপাশি তিনি ফ্রন্টলাইন ম্যাগাজিন, বিজনেস লাইন, ডেকান ক্রোনিকাল পত্রিকায় এশীয় অর্থনীতি ও বর্তমান বিষয় নিয়ে নিয়মিত লেখালেখিও করেন।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment