মুখোশের আড়ালে মুখের গল্প বলবে পরিচালক তুহিন সিনহার ছবি 'মুখোশ'
একটি খুনের ঘটনা। কেউ জানেন না এই খুনটা কে করেছেন। এই খুনের রহস্যভেদ করতে শুরু হয় অভিযান। ঠিক এরকমই একটি গল্প নিয়ে আসরে নামছেন পরিচালক তুহিন সিনহা। ছবির নাম 'মুখোশ'। প্রয়াত অভিনেতা তাপস পালের শেষ ছবি 'বাঁশি' ও সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'এবার শল্যজিৎ' এর পর আসছে তার নতুন ছবি 'মুখোশ'।
স্বভূমি এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবিটি। ছবিটি প্রযোজনা করছেন বিশিষ্ট শিশু চিকিৎসক ড. প্রবীর ভৌমিক। ফ্লিক্সবাগ নামক একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। জানুয়ারীর শেষ সপ্তাহে শুরু হবে এই ছবির শ্যুটিং এর কাজ। কলকাতা, দীঘা ও মেচেদাতে হবে এই ছবির শ্যুটিং এর কাজ৷
'মুখোশ' একটি ক্রাইম থ্রিলার। ছবির নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্যের গন্ধ। এই ছবিতে রয়েছেন একগুচ্ছ তারকা। ছবিতে অভিনয় করতে চলেছেন ক্যাকটাস ব্যান্ডের সিধু যাকে দেখা যাবে একজন সিবিআই ইন্সপেক্টরের ভূমিকায়। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অবন্তিকা (যিনি এর আগে রসগোল্লা ছবিতে অভিনয় করেছেন), খরাজ মুখার্জী, দীব্যেন্দু শেখর দাস, অশনী দাস, সুস্মিতা মুখার্জী ও তমাল রায় চৌধুরী প্রমুখদের। ছবির কাহিনী লিখেছেন পরিচালক তুহিন সিনহা নিজে।
'মুখোশ' ছবির প্রসঙ্গে পরিচালক তুহিন সিনহা লিটারেসি প্যারাডাইসকে জানান "আমরা প্রত্যেকেই জানি করোনার জন্য এখন আমরা মাস্ক ব্যবহার করছি। মাস্ক থেকে যেন কারোরই রেহাই নেই। আমরা মাস্ক পরাকালীন আমাদের প্রত্যেকের মুখটা তো সেভাবে কেউ দেখতে পাবে না। এই প্রত্যেকটা মুখোশের আড়ালে একটা করে মুখ লুকিয়ে আছে। সেই মুখটা কখনো কারোর ক্ষেত্রে ভালো, আবার কখনো কারোর ক্ষেত্রে খারাপ। এমনই একটি মুখোশের আড়ালের গল্প যেখানে একটি ছেলে হঠাৎই খুন হয়ে যায়। এই খুনটা কে করলো? তার কাছের কেউ তাকে খুন করলো নাকি দূরের কেউ তাকে খুন করলো? যে এই খুনটা করেছে তার মুখোশের আড়ালে কী চলছে। এই সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে 'মুখোশ'।"
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment