Header Ads

অভিষেক অধিকারীর কবিতা একটি সজীব জনপদ


    কিছু পরিবেশ বান্ধব মন এর মৌতাত 
    লেগেছে অদৃশ্য ব্যক্তিকোণে।
    নীরবতার ভাষা দিয়ে সভ্যতা বুনে চলার 
   কৌশল আয়ত্ত করাটা যুদ্ধবাজদের চিত্রভাষা
   পড়ার সামিল।
    

   যাদু দ্রব্যের দোকানে আজ একটাও যাদু পুতুল 
   খুঁজে পাওয়া যায় না।

   জনপদের প্রতিটি রাস্তায় সজীবতাকে আকর্ষণ 
   করা যায়।

   বন্ধুরা,
  কাব্যভাষা দিয়ে জনপদের গোপন প্রেমকে 
  তোমরা আবিষ্কার করতে পারনা?
  
  প্রেমকে আলিঙ্গন করতে গেলেও একটা কাব্য 
  ভাষা জানা দরকার,
  
  অথবা কোন জাদুভাষা।
  
  সজীব জনপদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে
  কোন নীরবতা উৎসারিত যাদু হাসি।


No comments