Header Ads

বাইডেনের জাতীয় নিরাপত্তা ক্যাবিনেটের দায়িত্ব পেলেন বাঙালি মহিলা সুমনা গুহ


মার্কিন মুলুকে বাঙালির জয়জয়কার। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যাবিনেটে জাতীয় নিরাপত্তার দায়িত্ব পেলেন এক বাঙালি মহিলা। এই প্রথমবার কোনো পাশ্চাত্যের দেশে ক্যাবিনেটে বসলেন একজন বাঙালি। সমগ্র বাঙালি জাতির কাছে যা অত্যন্ত গর্বের। আমেরিকার জাতীয় নিরাপত্তা ক্যাবিনেটের পদ পেলেন যে বাঙালি, তিনি হলেন সুমনা গুহ।  


আমেরিকার ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার বিভাগের সিনিয়র ডিরেক্টরের পদে সুমনা গুহকে নিযুক্ত করেছেন জো বাইডেন। বাইডেন-হ্যারিসের নির্বাচনী প্রচারের সময় থেকেই তিনি দক্ষিণ এশিয়ার বৈদেশিক নীতির কার্যনির্বাহী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।  

সুমনা গুহ একসময় আফগানিস্তান ও পাকিস্তানের স্পেশাল প্রতিনিধি অফিসের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ভাইস প্রেসিডেন্টের অফিসে জাতীয় নিরাপত্তা বিষয়ক স্পেশাল অ্যাডভাইজার হওয়ার অভিজ্ঞতাও। মার্কিন স্বরাষ্ট্র সচিবের দফতরে ২০ বছর ধরে কাজ করারও অভিজ্ঞতা আছে তাঁর। 

জর্জটাউন ও জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন সুমনা গুহ৷ জর্জটাউন ইউনিভার্সিটি থেকে তিনি পেয়েছেন মাস্টার ডিগ্রি ও জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও মনস্তত্ত্ব বিষয়ে স্নাতক হন তিনি। সুমনা গুহ বাংলা ও ইংরেজি ছাড়াও ফরাসি ও রাশিয়ান ভাষাতেও বেশ দক্ষ।  

আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদ বাদ দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ডেস্ক হলো সাউথ এশিয়ার সিনিয়র ডিরেক্টর পদ। আর এই পদেই একজন বাঙালি মহিলা বসছেন। এর থেকে বড় সুখকর খবর আর কিছুই হতে পারে না। একদিকে যেমন তিনি বাঙালি হিসেবে বাংলার সম্মান বৃদ্ধি করলেন অন্যদিকে তিনি ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এ দেশেরও নাম উজ্জ্বল করলেন। 

প্রতিবেদন- সুমিত দে


No comments