শীতের শৈত্যপ্রবাহের মরসুমে বিদ্রোহের আগুন জ্বালাতে আসছে 'বিদ্রোহের গান'
বিদ্রোহ কখনো থেমে থাকে না৷ বিদ্রোহী মারা গেলেও বিদ্রোহের আগুন কখনো নিভে যায়না। মানুষ বিদ্রোহ করে বাঁচার জন্য। মানুষ বিদ্রোহ করে জাতির জন্য। মানুষ বিদ্রোহ করে মাতৃভাষার জন্য। মানুষ বিদ্রোহ করে স্বাধীনতার জন্য। মানুষ বিদ্রোহ করে ইতিহাস হবার জন্য। যুগ যুগান্ত ধরে মানুষ বিদ্রোহ করে টিকে থাকতে চায়।
শীতের শৈত্যপ্রবাহের মরসুমে বিদ্রোহের অগ্নিস্ফুরণ ছড়িয়ে দিতে আসছে 'বিদ্রোহের গান।' যে গান বলবে অনেক অনেক কথা। এই গান উৎসর্গ করা হচ্ছে সেইসব মানুষদের যারা মাথার ঘাম পায়ে ফেলে লাঙ্গল হাতে জমিতে ফসল ফলায়, যারা জমিজমা ও জমির ফসল বাঁচানোর জন্য আন্দোলনে সামিল, যাদের যন্ত্রণার কথা দেশের রাজা বুঝতে চাইছে না।
আগামী ১৩ ই জানুয়ারী নন্দন চত্বরে বিকেল চারটের পর মুক্তি পাবে বিদ্রোহের গানের গ্রিটিংস কার্ড ও মূল গানটি। তারপর দাবানলের মতো ছড়িয়ে পড়বে এই গান। বিদ্রোহের গান কেবল নিছকই একটা গান নয় মেরুদণ্ড মচকে যাওয়া ঘুমন্ত প্রহরীদের ঘুম ভাঙ্গিয়ে তাদের বিদ্রোহী করে তোলার গান। এই গানের কথার কলিতে কলিতে আগুন ঝরবে। এই গানটির নামের মধ্যেই কেমন যেন একটা উত্তেজনার পারদ লুকিয়ে আছে।
'বিদ্রোহের গান' শিরোনামের এই গানটির কথা লিখেছেন স্বনামধন্য গীতিকার অভিজিৎ পাল। গানটির সুর তৈরি করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন সেন। গানটিতে কণ্ঠদান করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সিধু ও ইমন সেন। এই গানে কোরাস গেয়েছেন মহুল চক্রবর্তী ও বৈদূর্য চৌধুরী। এই গানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সৌম্যদীপ হালদার। একই গানে যখন সিধু ও ইমন সেনের মতো অত্যন্ত প্রতিভাবান শিল্পীরা গলা মেলাচ্ছেন তখন বোঝাই যাচ্ছে কেমন হতে চলেছে এই গান।
প্রতিবেদন- সুমিত দে
ধন্যবাদ
ReplyDelete