Header Ads

আজাদ হিন্দ বাহিনীর গুপ্তচর হিসেবেও কাজ করেছেন, প্রয়াত ভাষাসৈনিক আলি তাহের মজুমদার


প্রয়াত হলেন ভাষাসৈনিক আলী তাহের মজুমদার। গত ২৩ শে জানুয়ারি শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের নিজস্ব বাসভবনে ১০৪ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  


হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বোসের পরিকল্পিত বাংলা ভাষাভাষী এলাকা নিয়ে স্বাধীন সরকার গঠনের জন্য কাজও করেছেন আলী তাহের। দেশভাগের পর ১৯৪৮ সালের ২৩ শে ফেব্রুয়ারী পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন কুমিল্লার গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তখন গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলনের ঢেউ।আলী তাহের মজুমদার তখন রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি করতেন। ওই অফিসে বসে ভাষা আন্দোলনের তিনি লিফলেট-পোস্টার লিখে বিলি করতেন৷ 

১৯১৭ সালে কুমিল্লায় চাঁদপুরে জন্ম আলি তাহেরের। তিনি ছাত্রাবস্থা থেকেই জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। ১৯৩৫ সালে গান্ধীজির মতাদর্শে অনুপ্রাণীত হয়ে যোগ দিয়েছিলেন সক্রিয় কংগ্রেসী রাজনীতিতে। স্বদেশি আন্দোলন তো বটেই, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। 

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ঢাকায় মিছিলে গুলি চলার জন্য বিক্ষোভে ফেটে পড়ে কুমিল্লার মানুষ।  তখন বিক্ষোভ মিছিল করার অপরাধে আলী তাহের কুমিল্লা শহরের রাজগঞ্জে গ্রেপ্তার হন। এর আগেও দুই দফাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

১৯৫৩ সালে বঙ্গবন্ধুর আহ্বানে যোগ দেন আওয়ামী লীগে। এই অপরাধে ১৯৫৪ সালে পাকিস্তান সরকারের রোষানলে পড়ে তিন বছর কারাগারে ছিলেন। ১৯৫৬ সালে তিনি কারামুক্ত হন। কুমিল্লা সদর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণ-আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মার্চে চলে যান ভারতে। সম্মুখযোদ্ধা হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধে। পাকিস্তানিরা তার বাড়িঘর জ্বালিয়ে দেয়। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি যুক্ত ছিলেন সক্রিয় রাজনীতিতে। 

শুধু বাংলাদেশেই নয়, অখণ্ড ভারতের স্বাধীনতার জন্যও লড়াই করে এসেছেন তিনি তরুণ বয়স থেকেই। তিনি নেতাজী ও আজাদ হিন্দ বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করতেন। এতো বড়ো একজন মহান ব্যক্তি হওয়ার পরও দুই বাংলা তাঁকে মনে রাখেনি।  গতকাল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর দিন নিরবে বিদায় নিলেন আলী তাহের মজুমদার। 

প্রতিবেদন- সুমিত দে


No comments