Header Ads

রাহুল বর্মনের পরিচালনায় মুক্তি পেল মাল্টিলিঙ্গুয়াল মিউজিক ভিডিও 'উই আর এ ফ্যামিলি'


২০২০ সাল একটা অসুখের বছর। নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা এখন ২০২১ এ পা রেখেছি। আমরা সকলে চাই আমাদের নতুন বছর ভালো কাটুক। এই নতুন বছরে যাতে সকলে ভালো থাকে সেই ভাবনার ওপর নির্ভর করে অভিনেতা রাহুল বর্মনের পরিচালনায় মুক্তি পেল মাল্টিলিঙ্গুয়াল মিউজিক ভিডিও "উই আর এ ফ্যামিলি"। বাংলা সহ মোট ছয়টি ভাষাতে নির্মিত হয়েছে গানটি। যার সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী দেব সেন। বাংলা, ইংরেজি, তামিল, অসমীয়া, ভোজপুরি ও হিন্দি এই ছটি ভাষাতে তৈরি হয়েছে গানটি। 


বাংলার সাথে মাল্টিলিঙ্গুয়াল এমন কাজ এই প্রথমবারই নয়, এর আগে ২০১৭ সালে 'থ্রি স্মোকিং ব্যারেলস' নামে একটি মাল্টিলিঙ্গুয়াল ছবি তৈরি হয়েছিল। সেই ছবিটি যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন যে মাল্টিলিঙ্গুয়াল কাজগুলো ঠিক কেমন হয়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে এরকম মাল্টিলিঙ্গুয়াল ফিল্ম ও গানের প্রজেক্ট প্রচুর পরিমাণে তৈরি হয়। যেখানে সমস্ত ভাষা একই স্রোতে এসে মেশে। সকল জাতি তার নিজের মাতৃভাষার গুরুত্ব মাল্টিলিঙ্গুয়াল কাজের মাধ্যমে গোটা বিশ্বের কাছে তুলে ধরে। 

'উই আর এ ফ্যামিলি' এই গানটির প্রযোজনা করেছেন ছন্দক চক্রবর্তী গ্রীন চিল্লীসের ব্যানারে। রুহ মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওটি। গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শান, অন্বেষা, জোজো, দেবজিৎ সাহা, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, অপরাজিতা বর্মন, সৌরভ দেব, ড. অরূপ রতন চৌধুরী, ঊষা উত্থুপ, জয়দেব, অরুণাভ, শুভ্র দেব, কে টি দর্শনা, সোহানী হোসেন, শতদ্রু, প্রীতম ও উদিত নারায়ণ প্রমুখ শিল্পীরা। 

একঝাঁক সঙ্গীতশিল্পীদের পাশাপাশি একঝাঁক চলচ্চিত্র তারকাদের অভিনয় করতে দেখা গেছে এই মিউজিক ভিডিওতে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাগ্যশ্রী, মণামী ঘোষ, অভিনেতা বিশ্বনাথ বসু, ফিরদৌস, রাহুল, অর্জুন, সোমু ও সেহেনাজকে। এদের সঙ্গে রয়েছেন জাতি, ধর্ম নির্বিশেষে পৃথিবীর নানান প্রান্তের সাধারণ মানুষ। সব মিলিয়ে অভিনেতা ও পরিচালক রাহুল বর্মনের এ এক অন্যরকম মিউজিক ভিডিও। 

প্রতিবেদন- সুমিত দে


No comments