রেডিওতে বাংলা গান বন্ধের বিরুদ্ধে সকল শিল্পীকে একত্র হওয়ার আহ্বান জানালেন সঙ্গীতশিল্পী মুনমুন রায়
বাংলার রেডিওর সোনালী দিনগুলো হারিয়ে গেছে।আজকে রেডিওতে বাংলা গান কোণঠাসা। দু'চারটা বাংলা চলচ্চিত্রের গান ছাড়া আজকে বাংলার রেডিও চ্যানেলগুলোতে আর কিছুই শোনা যায়না৷ এককালে মৌলিক বাংলা গান রেডিওতে চালানোর ফলে মৌলিক বাংলা গানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। আজ মৌলিক গান রেডিও চ্যানেলে গুরুত্ব পাচ্ছে না। এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে।
কলকাতার রেডিও চ্যানেলে কী গান চালানো হবে তার নির্দেশ আসে এখন মুম্বাই ও দিল্লি থেকে। বিভিন্ন বাঙালি আরজেদের অভিযোগ হলো রেডিও চ্যানেলের মালিকেরা ওপর থেকে যা নির্দেশ দেন তাই-ই সকলকে মেনে চলতে হয়৷ কোনো দর্শক বাংলা গানের অনুরোধ করলে তার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়। বাংলা গানের বদলে বিজাতীয় ভাষার বিভিন্ন গান বাজানো হয়। এর ফলে বাংলা গানের পরিসর ক্রমশ ক্ষুদ্র হচ্ছে।
বাংলা গানকে রেডিওতে কোণঠাসা করে দেওয়ার বিরুদ্ধে বহুদিন থেকেই বাঙালি শিল্পীমহলে কথা পর্যন্ত উঠেছে। আজকে অনেক শিল্পী প্রতিবাদ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। বাংলা গান নিয়ে বর্তমানে অজস্র ভালো ভালো কাজ হচ্ছে, তারপরও কিছু মানুষের ধারণা যে নতুন ভালো বাংলা গান নাকি তৈরি হচ্ছে না। বাংলা ও বাঙালি নিয়ে এভাবে তারা চিন্তা করতে ভুলে যাচ্ছেন। বাংলা গানকে কোণঠাসা করা আদপে যে বাংলা ভাষার ক্ষতি এই ব্যাপারটা নিয়ে ভাবতে অনেক বাঙালিই রাজী নন।
সমগ্র বাঙালি জাতি আজকে ধ্বংসের মুখে। তাকে ধ্বংসের মুখ থেকে উদ্ধার করে আনার প্রতিটি বাঙালির নৈতিক কর্তব্য। যারা একবুক স্বপ্ন নিয়ে নতুন বাংলা গান সৃষ্টি করেন তাদের গান না রেডিওতে না চললে কষ্টটা তাদেরই সবচেয়ে বেশি হয়। নিজের মাতৃভাষাতে কাজ করাটা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা গর্বের বিষয়। বাংলা মৌলিক গান নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন সঙ্গীতশিল্পী হলেন মুনমুন রায়। তার মুক্তিপ্রাপ্ত অ্যালবামের সংখ্যা ছয়টি। তার গান একসময় রমরমিয়ে রেডিওতে চলতো।
সঙ্গীত শিল্পী মুনমুন রায়ের গানও এখন রেডিওতে বন্ধ। শুধু অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে তাকে এখন অতিরিক্ত পরিশ্রম করে গান বানাতে হয়। রেডিওতে তার গান চালানো হয়না বলে তিনি দুঃখপ্রকাশ করে মনের কথা লিটারেসি প্যারাডাইসকে জানিয়েছেন। তিনি বলেন "এ মনে বরষা তুমি যে ভরসা আমারে কোরো আড়াল। যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সামহাল।। এ গান টি কে মনে পড়ে কি? শান্তনু মুনমুনের গাওয়া গান, একটা সময় এফএম রেডিও স্টেশনে এতো বেজেছে, এতো বেজেছে যে এ গানটি শোনেন নি এমন মানুষ কমই আছেন।আর যারা একটিবার গান টি শুনেছেন তারা আবার গান টিকে ভুলতে পারেন নি, দিনের মধ্যে একটি বার নাকি এ গানটি শুনতে না পেলে তাদের মন খারাপ হয়ে যেত, এমন কথাও তারা তাদের নিজেদের মুখে ই জানাতেন আমাকে, কারণ আমিই সেই মুনমুন।
হায় রে বাংলা গান, আজ তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই। সকল শিল্পীরা একত্র হয়ে কিছু করার সময় এসেছে, আর চুপ করে বসে থাকলে চলবে না। দয়া করে জেগে উঠুন সবাই এবার।"
নানান উপায়ে নানান জায়গাতে বাঙালি শিল্পীরা তাদের মনের ব্যথা মিডিয়াতে প্রকাশ করছেন। একজন সচেতন বাঙালি হিসেবে প্রতিটি বাঙালি শিল্পীদের দুঃখটাও বোঝা দরকার। তাই রেডিও চ্যানেলগুলোতে বাংলা গান যাতে প্রচলন করা যায় নতুন করে, এ বিষয়ে সকল বাঙালিকে পদক্ষেপ নিতে হবে। মাতৃভাষা হলো মা আর মাতৃভাষার গান হলো মায়ের গান, অতএব মায়ের সম্মান ফিরিয়ে দিতে একজন সন্তান হিসেবে সকলে তার দায়িত্ব পালন করুন।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment