ভাবনার জগতে সামিল করতে গল্প বলা পুতুল নিয়ে এসেছে 'গল্পের মাইলস্টোন'
শৈশব থেকে যৌবনের বেড়ে ওঠার প্রতিটা দিনই হলো একটি করে গল্প। প্রতিটি জীবন গল্পের ডালি সাজিয়ে আগমন হয়৷ জন্মের পর থেকেই ঠাকুরমা কিংবা মায়ের মুখে গল্প শুনে প্রতিটি বাঙালি পরিবারের বেড়ে ওঠা। গল্প ছাড়া জীবন বৃথা। গল্পের মধ্যে থাকে অজস্র মায়া৷ বসুন্ধরা মায়ের হাতে গড়া সবুজ প্রকৃতি প্রত্যহ বহন করে গল্পের চিত্রনাট্য।
গল্প শুনতে কম-বেশি ভালোবাসেন সব্বাই। রূপকথা, কল্পবিজ্ঞান, গোয়েন্দা, রোমহষর্ক থ্রিলার, হাস্যকৌতুক, হরর, জীবনমুখী, রোমান্টিক কত রকমের গল্প আমরা শুনতে পাই। রেডিও চ্যানেল অথবা ইউটিউব খুললেই ভিড় করে গল্পের মেলা। কোনো এক গল্পদাদু সেখানে গল্প ফাঁদেন প্রতিদিন। আবহসঙ্গীত ও স্পেশাল সাউন্ড এফেক্টের সাথে বর্নণা করে প্রতিটি গল্প।
আমরা বর্তমানে এক আশ্চর্য সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। নিস্তব্ধতা এখন আমাদের সঙ্গী। আর হতাশা ক্রমশ আমাদের ঠেলে দিচ্ছে গহীন অন্ধকারের দিকে। এই জটিল সময়কালে গান শোনা, গল্পের বই পড়া বা গল্প শোনার মধ্যে খুঁজে নিতে পারি নিখাদ উল্লাসের দুনিয়াকে। যে দুনিয়াতে হতাশা পুড়ে ছাঁই হয়ে যেতে পারে। আপনি কী এমন জগতে পাড়ি দিতে চান তাহলে বন্ধুত্ব করে নিন গল্প বলা পুতুলের সাথে। ছোটোবেলায় ঠাকুমা-দাদুর কাছে শুরু হয় আমাদের গল্প শোনার পথচলা। সেই থেকে নিয়মিত গল্প শোনা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই শ্রোতাদের সঙ্গে নিয়ে গল্প বলা পুতুলের নতুন প্রচেষ্টা 'গল্পের মাইলস্টোন'।
এক এক পা করে তারা নিজেদের লক্ষ্যে অবিচল হতে চায়৷ রকমারি গল্পকথার স্তিমিত বন্ধনে দিপেন্দ্র চ্যাটার্জির পরিচালনায় সাজিয়ে তোলা হয়েছে এ অনুষ্ঠানটিকে। যেখানে বহুমুখী স্বাদের গল্প নজর কাড়বে সবার। গল্পগুলো আপন খেয়ালে কখনো লোকেদের হাসাবে, কখনো কাঁদাবে, ভয় দেখাবে, শিহরণ জাগাবে, আবার কখনো ভাবনার দেশে উড়িয়ে নিয়ে যাবে।
গল্পের মাইলস্টোনের গল্পগুলিতে শব্দবিন্যাস, সম্পাদনা ও পোস্টার ডিজাইনের কাজ করেছেন বিজয় ঘোষ। এখনও পর্যন্ত বিভিন্ন গল্পে কণ্ঠ দিয়েছেন অঞ্জলি সরকার, দিপেন্দ্র চ্যাটার্জি, পূর্ণিমা চ্যাটার্জি, জয় বিশ্বাস, শ্যামল পাত্র, বিজয় ঘোষ, অরূপ দাস, ময়ূখ দে, কুশল দাস, পায়েল চক্রবর্তী এবং শুকদেব মন্ডল। প্রতিভাবান নতুন লেখকদের উৎসাহ দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের তরফে নতুন লেখকদের গল্প দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। গল্পটি যদি ভালো লেগে যায় তাদের, তাহলে অডিও স্টোরি আকারে তার গল্প মুক্তি পাবে গল্প বলা পুতুলের ইউটিউব চ্যানেলে। গল্প পাঠাতে হবে ৯৮০৪৪৫০৯১২ হোয়াটস অ্যাপ নাম্বারে। অডিও স্টোরির জগতে অডিও ও ভিডিওর সংমিশ্রণে অনবদ্য গল্পের জগত গড়ে তুলতে চলেছে গল্পের মাইলস্টোন।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment