Header Ads

লকডাউনে অসহায় মানুষের জীবনচিত্র '২২ শে মার্চ', প্রকাশ্যে ছবির ট্রেলার


চলতি বছরের ২২ শে মার্চ দিনটির কথা কী আপনাদের মনে পড়ে? এ দিনটির কথা সকলেরই মনে আছে। দেশের ইতিহাসে এক অভিশপ্ত দিন। অচেনা এক ভাইরাসের হাত থেকে বাঁচতে রাজ্যজুড়ে জারি হলো লকডাউন। ব্যস্ত মানুষগুলোকে করে দেওয়া হলো ঘরমুখো। চেনা রাস্তার ভিড়কে অদৃশ্য করে দেওয়া হলো। বদলে গেল শহরের পরিচিত ছবি৷ নিদারুণ প্রতীক্ষা নিয়ে দিন কাটতে থাকে অসংখ্য মানুষের৷ 


দিন আনি দিন খাই মানুষের কষ্টে দিন কাটতে থাকে। এক সোনালী ভোরের জন্য অস্থির হয়ে উঠতে থাকে তারা। পরিযায়ী শ্রমিকদের দল পায়ে হেঁটে ফিরতে থাকে পাখিদের বেশে ঘরের উদ্দেশ্যে। কত প্রাণ, কত জীবনের অবসান হতে থাকে। কত সংসার ভেঙ্গে গেছে। কেউ কী জানতো এমন দুঃখের দিন সকলকেই গ্রাস করবে। নিমেষে স্বপ্নের আলো নিভে যেতে থাকে অনেক মানুষের মন থেকে৷

যে সমস্ত মানুষগুলো একটু আনমনা তারা একলা হয়ে পড়তে থাকে গৃহবন্দী অবস্থার কবলে। ভালোবাসার মানুষগুলোর পথগুলোও আলাদা হতে থাকে। সোজা জীবন বাঁক নেয় কঠিনের পথে৷ গৃহবন্দী জীবন তিলে তিলে মেরে ফেলতে থাকে বহু মানুষের হৃদয়। অস্বস্তির কালো মেঘ জীবনের সঙ্গী হলো কয়েকমাস ধরে। লকডাউনে অসহায় মানুষদের কঠোর দিনযাপন এবার চিত্রনাট্য হয়ে ধরা দিলো পরিচালক অর্ণব চ্যাটার্জীর নতুন ছবি '২২ শে মার্চ' এ। যে নামের মধ্যেই লকডাউনের অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। 

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। উন্মত্ত সময় ও বিষণ্ণ মানুষের সময় পারাপার লক্ষ্য করা গেছে ছবির ট্রেলারে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ শাহ। এই ছবিতে প্রাণ দিয়ে তিনি অভিনয় করেছেন, ছবির ট্রেলারে তা স্পষ্টভাবে প্রমাণিত। এসডিপি ভেঞ্চারের ব্যানারে শুভাশিষ দত্তের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। ট্রেলার মুক্তির পর থেকেই মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছে এই ছবি। দর্শকেরা মুগ্ধ হয়েছেন ছবির ট্রেলারে দেখা দৃশ্যগুলো পরিদর্শন করে। 

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments