Header Ads

বিশ্ব পরিবেশ দিবসে পাঁচ কোটি ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার


বৃহত্তর বাংলার রক্ষাকবচ হলো সুন্দরবন। বেশিরভাগ ঘূর্ণিঝড় থেকে বাংলাকে রক্ষা করে সুন্দরবন৷ এখানকার ম্যানগ্রোভ বৃক্ষগুলি জোয়ারের জলোচ্ছ্বাস ও লবণাক্ত জলের ধারা আমাদের খাল-বিলে ঢুকে পড়া থেকে রক্ষা করে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমফান ও বুলবুলের মতো ভয়াবহ ঝড়গুলোর তাণ্ডবে নষ্ট হয়ে গেছে বহু ম্যানগ্রোভ। ফলে সুন্দরবন থেকে দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য অঞ্চলে ঢুকে পড়ছে সমুদ্রের লবণাক্ত বারি৷ যা ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে। গত কয়েক বছরে আমফান ও বুলবুল ছাড়াও আরো বেশ কয়েকটি ঝড়ের মুখ দেখতে হয়েছে সুন্দরবনকে। 


সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ ধ্বংস হতে থাকলে আগামীদিনে এই অঞ্চলের মানুষদের বেঁচে থাকাটা ক্রমশ কঠিন হয়ে পড়বে৷ জলে কুমির ডাঙায় বাঘ, দুদিকেই বিপদ অপেক্ষা করে থাকে সুন্দরবনের মানুষদের জন্য। তবুও মৃত্যুভয় উপেক্ষা করে মৎস্য আহরণ, মধু সংগ্রহ ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এখানকার সাধারণ মানুষ। বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলও হলো সুন্দরবন। কেবল অর্থনৈতিক অঞ্চলই নয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও হলো সুন্দরবন। 

বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই নেই সুন্দরবনের। শক্তিশালী সাইক্লোন আমফানের জেরে বহু নদীবাঁধ ভেঙ্গে গিয়েছে। যার ফলে বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে লবণাক্ত জল। হিঙ্গলগঞ্জ, পাথরপ্রতিমা ও কাকদ্বীপের মতো এলাকায় হাজার হাজার বাড়ি তছনছ হয়ে গেছে। আমফানের ফাঁড়া কাটতে না কাটতেই দেখা যায় সুন্দরবনের সাধারণ গরীব মানুষ মাটি কেটে নিজেরাই ব্যস্ত হয়ে পড়ে নদীতে বাঁধ দেওয়ার কাজে। যদিও নদীতে বাঁধ দিয়েও এখানে ঠিকঠাক ভাবে বন্যা প্রতিরোধ করা সক্ষম হচ্ছে না। এর প্রধান কারণ হলো ম্যানগ্রোভের সংখ্যা হ্রাস পাওয়া। নদীবাঁধগুলোকে রক্ষার জন্য প্রয়োজন অজস্র  ম্যানগ্রোভ বৃক্ষের।

আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সুন্দরবন রক্ষায় পাঁচ কোটি ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা সরকারের। আজ থেকে পরবর্তী এক মাসের মধ্যে লাগানো হবে ম্যানগ্রোভ বৃক্ষগুলি। সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ বৃক্ষগুলি ঝড়ের হাত থেকে দেওয়াল হিসেবে কাজ করে। ঝড়ের তীব্রতা প্রতিরোধ করার বিশেষ ক্ষমতা রয়েছে ম্যানগ্রোভ বৃক্ষে। পশ্চিমবঙ্গ সরকারের এমন প্রশংসনীয় উদ্যোগ সত্যি সত্যিই সুন্দরবন অঞ্চলকে বাঁচিয়ে তুলবে। ম্যানগ্রোভ বৃক্ষের সবুজে ভরিয়ে তুলতে পারলেই সুন্দরবন খুঁজে পাবে এক নতুন বৈচিত্র্যের সন্ধান। সরকার যদি ঠিকঠাক ভাবে এ উদ্যোগকে সফল করতে পারে তাহলে প্রাকৃতিক দুর্যোগের দুশ্চিন্তা থেকে সহজে বেরিয়ে আসতে পারবে সুন্দরবনের মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগকে রাজ্যের সকল নাগরিকদের সাধুবাদ জানানো উচিৎ।  

প্রতিবেদন- সুমিত দে









No comments