রবিয়ানার মাধ্যমে পয়লা বৈশাখকে বরণ করে নিতে আসছে 'ও যে মানেনা মানা'
এসো হে বৈশাখ। এসো এসো। বৈশাখের আগমন বার্তা সাজিয়ে চলছে বসন্ত বিদায়ের প্রস্তুতি। প্রকৃতি সেজে উঠছে সবুজে সবুজে। পাখির আওয়াজে উদ্বেল হয়ে উঠছে এই মরসুম। এমন মায়াবী আবহাওয়াতে রবি ঠাকুরের গান বাঙালি জীবনে নামিয়ে আনে সুন্দরের দোত্যানা। বৈশাখের আগমন মানে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া। বৈশাখের প্রথম দিনে বৈশাখী উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সারা বাংলা।
আর কদিন পরেই পয়লা বৈশাখ। কিন্তু এই বছর পয়লা বৈশাখ বাঙালির জন্য খুব একটা সুখের হবেনা বলেই ধারণা সকলের। বর্তমানে লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে ভাইরাসের মোকাবিলাতে বাড়িতে বসে দিন কাটছে সকলের৷ সরকার থেকে একুশ দিনের জন্য লোকডাউনের ঘোষণা করা হয়। তারপরই নিদারুণ কষ্টে দিন কাটছে মানুষের। হঠাৎ করেই চেনা পৃথিবী অচেনা হয়ে উঠলো। কেউ জানেনা যে এই একুশটা দিনের পরেও সুখের দিন আসবে কিনা।
লকডাউনে আমাদের মন অযথা অস্থির হয়ে উঠছে। অনেকেরই বাড়িতে বসে সময় কাটছে না কিছুতেই। এমনই অবস্থা থেকে রবি ঠাকুরের গানে শ্রোতাকূলকে শান্তি দিতে আসছে এসডিপি ভেঞ্চারের ব্যানারে নতুন গান 'ও যে মানে না মানা'। মনীষা সরখেলের সুরেলা কণ্ঠে ধ্বনিত হবে এই গান। যে গানটি নতুন করে রিক্রিয়েট করেছেন সুদীপ্ত ঘোষ। এমনিতেই এই গান বিশেষ জনপ্রিয় তার ওপর নতুন ভার্সন এলে তো আর কথাই ওঠেনা। 'যেতে যেতে পথে' ছবিতে মনীষা সরখেল যেভাবে চাঁদ উঠেছিল গগনে গানটি উপস্থাপন করেছিলেন তাতে এটা স্পষ্ট যে তার কণ্ঠে 'ও যে মানেনা মানা' গানটিও নতুন রূপ পাবে।
আসন্ন পয়লা বৈশাখে বাঙালির মনের আনন্দ দ্বিগুণ করতে পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে 'ও যে মানেনা মানা।' রবিয়ানার মাধ্যমে নতুন বছরকে শুভেচ্ছা জানাতে মুক্তি দেওয়া হবে এই গান। যে গান সুরের ভুবনে ঝড়ো হাওয়ার সূত্রপাত ঘটাবে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment