Header Ads

মধ্যবিত্ত জীবনের খুঁটিনাটি। প্রকাশ্যে আবির ও রুক্মিণী জুটির প্রথম ছবি 'সুইজারল্যান্ড' এর ফার্স্ট লুক


আসছে আবির ও রুক্মিণী জুটির প্রথম বাংলা ছবি 'সুইজারল্যান্ড'। এতোদিন রুক্মিণীকে দেখা গেছে দেবের বিপরীতে অভিনয় করতে। এই প্রথমবার অন্য কোনো নায়কের সাথে জুটি বাঁধছেন 'রুক্মিণী'। এ ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। এক তো আবির ও রুক্মিণী জুটির প্রথম ছবি। অন্যদিকে অভিনেতা জিৎকে এই প্রথমবার দেখা যাবে কেবল প্রযোজকের ভূমিকায়। এতোদিন পর্যন্ত নিজস্ব সংস্থার ব্যানারের ছবিগুলোতে প্রযোজনা ও অভিনয় দুটোই একসাথে চালিয়ে এসেছেন। তবে এবার নিজের ব্যানারের ছবিতে তিনি অভিনয় করেছেন না। তাছাড়াও ছবির পরিচালক একদম নতুন। এই ছবিটি পরিচালনা করেছেন শৌভিক কুন্ডু। 


'সুইজারল্যান্ড' ছবিটি একদম পুরোদস্তুর পারিবারিক ছবি। মধ্যবিত্ত জীবনের খুঁটিনাটিই উঠে এসেছে ছবির চিত্রনাট্যে। অভিনেতা আবির চটোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এ ছবির ফার্স্ট লুক পোস্টার। যে পোস্টারে আবির ও রুক্মিণীর কোলে দুটি খুদে মেয়ের ছবি দেখতে পাওয়া যায়। আর তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি সাদা রঙের প্লেন।    

আপাতত সুইজারল্যান্ডে জোরকদমে চলছে ছবির শ্যুটিং। এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের গরমে। বড়পর্দায় গ্রীষ্মকালে শীতের আমেজ দিতে আসছে 'সুইজারল্যান্ড'। অনেকের মতে এ ছবির মাধ্যমে রুক্মিণীর 'দেবময়' কেরিয়ারের তকমা ঘুচে যাবে। রুক্মিণী ও আবির জুটিকে নিয়ে টলিপাড়ায় একটা নতুন ট্রেন্ড চলছে। টলিউডের ছকভাঙা জুটি হলেন তাঁরা। দুই তাবড় অভিনেতা ও অভিনেত্রীর অভিনয়ে জমে ক্ষীর হয়ে যাবে এই ছবি। 
     
বছরের শুরতে অভিনেতা আবির চটোপাধ্যায়ের ছবি মুক্তি পেলেও রুক্মিণী মৈত্রের এখন পর্যন্ত এই বছর কোনো ছবি রিলিজ হয়নি। 'অসুর' ছবির সাফল্যের পর সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাচ্ছে অভিনেতা আবির চটোপাধ্যায়কে। চেনা লুকে অচেনা একটি চরিত্রে তিনি মাত করতে ইতিমধ্যেই প্রস্তুত। তাঁর প্রতিটি ছবিই দর্শকদের বিশেষ নজর কেড়েছে। আর এবারও তার অন্যথা হবেনা।   

জিৎ ফিল্মওয়ার্কস ও কোমেট টেলিকমের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। টলিউডে এর আগেও মধ্যবিত্তদের জীবন নিয়ে ছবি তৈরি হলেও এ ছবির গল্প একটু অন্যরকম। যা দর্শকদের মনে আলাদা দাগ কাটতে পারে। এ ছবিতে আবির ও রুক্মিণীর পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যকে। এ ছবির জন্য প্রতিটি কলাকুশলীরা নিজেদের ভেঙ্গে-গড়ে তৈরি করছেন ছবির চরিত্রকে প্রাণবন্ত করে তুলতে। এ ছবির জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমী সকল মানুষ। এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির।   
                                    
প্রতিবেদন- সুমিত দে

No comments