Header Ads

মঙ্গলবার স্টকহমের কনসার্ট হলে আনুষ্ঠানিক ভাবে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হলো নোবেল পুরস্কার


গতকাল ছিল আলফ্রেড নোবেলের মৃত্যুদিন। নোবেল কমিটি থেকে গতকাল দুপুরে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্টার ডাফলোর হাতে তুলে দেওয়া হলো নোবেল পুরস্কার। অর্থনীতিশাস্ত্রে গবেষণার জন্য দেওয়া হলো তাদের নোবেল পুরস্কার। বিশ্বের মধ্যে অর্থনীতিতে সর্বকনিষ্ঠ মহিলা অর্থনীতিবিদ হিসেবে নোবেল অর্জন করলেন এস্টার ডাফলো। অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় হলেন বাঙালিদের মধ্যে চতুর্থ নোবেল প্রাপক৷ 


তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে মাইকেল ক্রেমারের সাথে যৌথভাবে 'বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণের পরীক্ষামূলক পদ্ধতি' বিষয়ে গবেষণা করেন৷ যার ফলশ্রুতিতে তিনি নোবেল অর্জন করলেন। সমগ্র বাঙালি জাতির কাছে যা গর্বের ব্যাপার। অর্থনীতিতে প্রথম বাঙালি হিসেবে নোবেল অর্জন করেছিলেন অর্মত্য সেন। এবার তাঁরই সুযোগ্য ছাত্র অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল অর্জন করলেন৷ তিনি কলকাতা সহ গোটা বাংলাকে বিশ্বসভায় তুলে ধরলেন৷ 

মঙ্গলবার স্টকহমের কনসার্ট হলে আনুষ্ঠানিক ভাবে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, এস্টার ডাফলো ও মাইকেল ক্রেমারের হাতে তুলে দেওয়া হলো নোবেল পুরস্কার।নোবেল পুরস্কারের অর্থ তাঁরা গবেষণা খাতে দান করলেন। অর্থনীতি নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের বিশেষ স্বতন্ত্র ভাবনা রয়েছে যা অর্থনীতির চিরাচরিত ভাবনার থেকে অনেক গুণ আলাদা। সমগ্র বিশ্বের দারিদ্র্যমোচনে কীভাবে অর্থনীতিকে তুলে ধরা যায় এই বিষয়ে তাঁর চিন্তাভাবনার প্রতিফলন হলো নোবেল পুরস্কার অর্জন। যা আবারো সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করলো বাঙালির। 

প্রতিবেদন- সুমিত দে

No comments