Header Ads

স্বনামধন্য সংগীতশিল্পী কৌশিক চক্রবর্তীর সাক্ষাৎকার


স্বনামধন্য সংগীত শিল্পী  কৌশিক চক্রবর্তীর সাক্ষাৎকার। যিনি দীর্ঘ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন তাঁর নিজস্ব ব্যান্ড পৃথিবী নিয়ে। যিনি উপহার দিয়েছেন ক্লাসরুম, লজ্জা, সময়, জন্মদিন, অপেক্ষা, অসুখ, নিষিদ্ধ পরোয়ানা, বৃষ্টি, ক্লাসরুম ২ এর মতো অসংখ্য বাংলা গান। তিনি বাংলা স্বাধীন গানের জগতে একজন পরিচিত মুখ। বিভিন্ন টিভি চ্যানেলে তিনি লাইভ অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন অজস্র বার। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে তিনি সংগীত শিল্পী হিসেবে সম্মান অর্জন করেছেন।


লিটারেসি প্যারাডাইসের নেওয়া মুখোমুখি সাক্ষাৎকারে কৌশিক চক্রবর্তী। যে সাক্ষাৎকারে উঠে এসেছে নানান রকম জানা-অজানা গল্প। যে গল্প এককথায় বলে শেষ করা যায়না। গানে-গল্পে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর আড্ডা আপনাদের উপহার দেওয়ার। কাজেই আমাদের দেওয়া উপহারটি গ্রহণ করার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে দেখে ফেলুন পুরো সাক্ষাৎকারের ভিডিওটি। 


প্রতিবেদন- সুমিত দে              

No comments