পঞ্চাশ দিন পূর্ণ করলো বাংলা ছবি 'গুমনামী'
পঞ্চাশ দিন পূর্ণ করলো বাংলা ছবি 'গুমনামী'। নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুর অন্তর্ধান রহস্য নিয়ে নির্মিত হয়েছে এ ছবি। দুর্গাপুজোতে মুক্তি পায় এই ছবি। বাংলাতে নেতাজীকে নিয়ে সেরকম ভাবে খুব একটা চলচ্চিত্র নির্মাণ হয়নি। 'গুমনামী' ছবিটি মুক্তির আগে অনেক বিতর্ক দানা বাঁধলেও। ছবি মুক্তির পর দর্শকদের ভালোবাসায় এ ছবি অতিক্রম করলো পঞ্চাশ দিন।
ছবিটি অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে নির্মিত হয়েছে। ছবির নির্মাণশৈলী বিশ্বমানের। ছবির সম্পাদনা থেকে পরিচালনা খুবই নিখুঁত ভাবে সম্পন্ন হয়েছে ছবিতে। প্রতিটি কলাকুশলীর অভিনয়ও নজর কেড়েছে আমজনতার। ছবির শেষে অনেকের চোখে জলও আসতে দেখা যায়।
নেতাজীর মৃত্যুরহস্য আজও পুনরুদ্ধার হয়নি। তাঁর মৃত্যুরহস্য পুনরুদ্ধারে মুখার্জি কমিশনের মতো সংস্থা একনাগাড়ে কাজ করে চলেছে৷ লেখক অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা বই 'কোনানড্রাম' অবলম্বনে লেখা হয়েছে ছবির গল্প। নেতাজী অন্তর্ধান রহস্য পুনরুদ্ধারের এক গবেষণা করা হয় যে গবেষণাতে উঠে আসে যে ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ ই আগস্ট বিমান দুর্ঘটনায় তিনি মারা যাননি৷ মুখার্জি কমিশন একটি গবেষণা পত্রের বিবৃতি দিয়ে এটা প্রমাণ করে। নেতাজীর মৃত্যুরহস্য নিয়ে যে গবেষণা করা হয় তাদের তরফে তারই নাট্য রূপান্তর হলো 'গুমনামী'।
এ ছবির পঞ্চাশ দিন পূর্তিতে উৎসবের আমেজ গোটা টলিউডমহলে। এতোদিনের পরিশ্রম, খাঁটুনির ফসল 'গুমনামী' এতো বড়ো সফলতা পেল যা পরিচালক থেকে শুরু করে এ ছবির সাথে যুক্ত সকল কলাকুশলীদের মনে আনন্দের প্লাবন নিয়ে এসেছে। এ ছবির মাধ্যমে প্রমাণিত যে বাংলার দর্শকেরা এরকম ছবিই এখন বেশি করে চাইছে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment