Header Ads

ইকোপার্কে শুরু হল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, ২০১৯



ইকোপার্কে শুরু হল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, ২০১৯। হস্তশিল্প মেলায় যাঁরা অংশ নেন, তাঁরা সাধারণত ছোট পুঁজির ব্যবসায়ী ৷ কিন্তু তাদের কাজ সত্যি অসাধারণ। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, বীরভুমের ডোকরা, শোলার কাজ, নদীয়ার মাটির পুতুল কিংবা বাঁকুড়ার বালুচরি শাড়ি থেকে পশ্চিম মেদিনীপুরের মোষের সিং-এর কাজ এর মতো বিভিন্ন জেলার একান্ত নিজস্ব, লোকশিল্প ও হাতের কাজের সামগ্রী পাবেন এই মেলায়।


এই মেলায় অংশ নেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। ফলে এই কয়েকটা দিন শহরের বুকেই অস্থায়ী সংসার নিয়ে কেনাবেচায় মাতেন হস্তশিল্পীদের একাংশ। এবারের মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। সকলে সপরিবারে যান। গ্রাম বাংলার শিল্পীদের পাশে থাকুন। বাঙালির পক্ষে থাকুন। কলকাতার নিউটাউনের ইকোপার্কের এক নম্বর চলছে এই মেলাটি।

প্রতিবেদন- অভীক মণ্ডল




No comments