Header Ads

বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় নিবেদিত প্রথম অ্যানিমেশন কবিতার ভিডিও 'অম্ল মধুর'

দূরদর্শন ও বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় যিনি ফেসবুক ও ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ধরে অসংখ্য কবিদের কবিতা নিয়ে 'কবিতা এখন' নামে দীর্ঘদিন ধরে একটি লাইভ অনুষ্ঠান করে আসছেন। এই লাইভ অনুষ্ঠানে যেসব কবিদের কবিতা স্থান পেয়েছে। তাদের মধ্যে থেকে কিছু বাছাই করা কবিদের কবিতা নিয়ে তিনি বিভিন্ন রকম কবিতার ভিডিও নির্মাণ করছেন।



নির্বাচিত কবিদের কবিতাকে নতুন রূপ দিতে তিনি তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেল "সতীনাথ মুখোপাধ্যায়ের আবৃত্তি" তে শুরু করেছেন কবিতা নিয়ে অন্যরকম উপস্থাপনা। কিছুদিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে এই চ্যানেলের প্রথম অ্যানিমেশন কবিতা ভিডিও। যার মাধ্যমে 'কবিতা এখন' একটা অন্য মাত্রা পাবে। 

কবি শিবানী বিশ্বাসের লেখা কবিতা 'অম্ল মধুর' নিয়ে নির্মিত হয়েছে অ্যানিমেশন কবিতা ভিডিওটি। উপস্থাপনায় "কবিতা এখন"-ফেসবুক ইউটিউব লাইভ। কবিতাটি আবৃত্তি করেছেন সতীনাথ মুখোপাধ্যায় ও পূর্ণিমা মুখোপাধ্যায়। এ কবিতাটির উপপাদ্য বিষয় হলো চা খোর স্বামীর সাথে স্ত্রীর মিষ্টি মধুর খুনসুটি। 

সতীনাথ মুখোপাধ্যায় অ্যানিমেশন কবিতাটির ব্যাপারে বলেন যে "কবিতার প্যাটার্ন অনুযায়ী এই চিন্তা মাথায় আসে। তাছাড়া বিশ্বাস, সব বড়ো মানুষের মধ্যে একটি শিশু কিশোর বাস করে। এই ছেলেমানুষী ঝগড়ার রোজনামচা তাই হাস্যরসাত্মক করতেই এমন উপস্থাপনা।" 

শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ফেসবুকের কবিতা, নাট্যাংশের অভিনয়,গল্পপাঠ ও  নক্ষত্র কবিদের কবিতার নিয়মিত আবৃত্তি প্রভৃতি নিয়েই তিনি তাঁর ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকেন। এবার দর্শকদের সম্পূর্ণ নতুনভাবে কবিতার ভিডিও দিলেন তিনি। কবিতা নিয়ে অ্যানিমেশন ভিডিও সচরাচর দেখা যায়না। তাই কবিতার এমন উপস্থাপনা একদিন বিশেষভাবে আপামর জনতার মাঝে পৌঁছে যাবে। 

গ্রাফিক্স ও অ্যানিমেশনটি সম্পাদনা করেছেন কৃষাণ হালদার আর্টিফেক্স ক্রিড স্টুডিও থেকে। অ্যানিমেশনের স্টাইল বেশ উন্নতমানের। যা এককথায় হৃদয়কে নাড়া দিতে পারে। স্বল্প মিনিটের এমন অ্যানিমেশন কবিতার ভিডিওটি দেখতে আপনারও ভালো লাগবে। ভিডিওটি যাতে আপনারা দেখতে পারেন তার জন্য একটি লিঙ্ক দিলাম আপনাদের জন্য।   

   
প্রতিবেদন- সুমিত দে

No comments