Header Ads

বাংলার তিন রাজপুত্র - বিনয় বাদল দীনেশ || দুষ্প্রাপ্য কিছু ছবি

অলিন্দযুদ্ধ শেষে সিম্পসন হত্যার পর পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত শহিদ বাদল (সুধীর) গুপ্ত।অলিন্দযুদ্ধ শেষে মাথায় নিজের ছোঁড়া গুলিতে আহত মেজর বিনয় বসু।অলিন্দ যুদ্ধে গলায় গুলি লেগে আহত ক্যাপ্টেন দীনেশ গুপ্ত।


৮ ডিসেম্বর ১৯৩০, রাইটার্স বিল্ডিং এর এই ঘরেই অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন বিনয় বাদল দীনেশ। পাশে মৃত সিম্পসন।

No comments