Header Ads

খবর নিও || সমরেশ পোদ্দার || বাংলা সামাজিক কবিতা




   যে ছেলেটি স্টেশনে নোংরা জামায় ভিক্ষা করে,
   যে মেয়েটি কালো বলে গলায় দেওয়ার দড়ি ধরে,
   যে শিশুটি ক্ষিদের জ্বালাই কাগজ কুড়ায় বস্তা হাতে,
   যে ছেলেটি বেকার বলে বালিশ ভেজায় প্রতি রাতে,
   যে অসহায় শীতকালেও পড়ে থাকে গাছের তলে,
   তাদের একটু খবর নিও, খবর নিও সময় পেলে।

   যে শিশুরা লজেন্স কৌটো হাতে নিয়ে রাস্তার মোড়ে,
   অবহেলিত যে মা সকাল বিকাল চোখে ভেজায় ঠাকুর ঘরে,
   যে বাড়িতে চালের অভাব হাঁড়ি ফাঁকা,
   যাদের কাছে ভালো খাবার মানেই শুধু স্বপ্ন দেখা,
   যে ছেলেটি আঁকায় ভালো, পরীক্ষাতে ফেলের পরে রিক্সা ঠেলে,
   তাদের একটু খবর নিও খবর নিও সময় পেলে।

   যে বাবার স্বপ্ন অনেক সাধ্য ছোটো,
   যে শিশুটি ফুঁপিয়ে কাঁদে খালি পড়ে দুধের কৌটো,
   যে বাবা-মা মরতে বসা অফিসার ছেলের অবহেলায়,
   ছেলে আজ‌ও বেকার বলে যে বাবা-মার ঘুম নাই,
   যে চাষীরা দেনার দায়ে বাধ্য হয়ে গাছে ঝোলে,
   তাদের একটু খবর নিও খবর নিও সময় পেলে।

   কেউ রাখেনি তাদের খবর, পারলে তুমি খবর নিও,
   প্রয়োজনে তাদের দিকে শক্ত হাত বাড়িয়ে দিও।
   শক্ত হাত বাড়িয়ে দিও।।


No comments