Header Ads

এবার বিদেশে ঘুরে ফের একবার নিজের শহরে "আগমনীর অবগাহন" ছবিটি নিজের জায়গা করে নিল 8th Kolkata shorts international film ফেস্টিভ্যালে


এক বাবা মেয়ের পবিত্র ভালোবাসার কাহিনী। যেখানে বাবা সুজন মাঝি পেশায় মাঝি। দিনের শেষে মেয়ে উমার মুখে এক ঝলক হাসি দেখলে সব দুঃখ শেষ বাবা সুজন মাঝির। মেয়ে যেন অন্ত প্রাণ। নিজে সারাক্ষণ হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরও মেয়ে উমাকে নিয়ে হাজার স্বপ্ন তার চোখে। কিন্তু শেষ পর্যন্ত জীবনের পরিনতি কোথায়? সুজন মাঝির স্বপ্ন কী সত্যি হবে? নাকি জীবনে নেমে আসবে এক অন্ধকার চিত্র? এসব কিছুর উত্তর রয়েছে ছবিতে।


          
ছবির নাম 'আগমনীর অবগাহন।' পরিচালক অভিজিৎ রায়ের হাত ধরে নির্মিত হয়েছে এ ছবি। ছবিতে সুজন মাঝির চরিত্রে অভিনয় করেছেন পরিচালক অভিজিৎ রায়। উমা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিমিকা পাত্র। এছাড়া সন্ধ্যা চরিত্রে অভিনয় করেছেন গুলসানারা। ছবিতে আরো দুটি মুখ্য চরিত্রে দেখা পাওয়া যাবে অভিনেতা সুরোজিৎ মাইতি ও প্রিয়াংকা সমাদ্দার কে।



ভালবাসার এক অনন্য বন্ধনের গল্পের ঠিকানা "আগমনীর অবগাহন"।  ইতিমধ্যেই স্বল্প সময়ের এই ছবি শহরের বাইরে সবার সেরার শিরোপা জয় করেছে। এছাড়াও কলকাতার বাইরে পাঞ্জাব শহরের IMPULSE 10 ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের সম্মান পান পরিচালক অভিজিৎ রায়।



পরিচালক অভিজিৎ রায়ের কাছে আগমনীর অবগাহন নিজের প্রথম সন্তানের মতো। এবার বিদেশে ঘুরে ফের একবার নিজের শহরে "আগমনীর অবগাহন" ছবিটি নিজের জায়গা করে নিল 8th Kolkata shorts international film ফেস্টিভ্যালে।

প্রতিবেদন- সুমিত দে

No comments