Header Ads

আসছে মনসৃজন নাট্যগোষ্ঠী আয়োজিত এক অভিনব নাট্যউৎসব


বাঙালি সমাজে নাটকের গুরুত্বই আলাদাগ্রাম-বাংলার প্রতিটি  মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত নাটক  কেবল গ্রাম-বাংলায় নয় তিলোত্তমা কলকাতার শরীরেও মিশে আছে নাটকের রক্তসেকেলে বাংলাতে এমন কোনো স্থান ছিলনা যে যেখানে নাটক হতো নাকিন্তু বর্তমানে নাটকের পরিবেশের অনেকটাই পরিবর্তন এসেছেআগে গ্রামে-গঞ্জেও কত নাটকের দল থাকতো আর এখন নাটকের দল হাতেগোনাএকসময় বাঙালি সাংস্কৃতিক সমাজের মানুষদের ভয় হতো বাংলার নাট্যশিল্প নিয়েতাদের মনে হতো ভবিষ্যতে বাংলার নাট্যশিল্প ধ্বংস হয়ে যাবেযে ভয়কে সঙ্গে নিয়ে শহরতলি থেকে গ্রাম-বাংলার প্রতিভাবান মানুষেরা একনিষ্ঠভাবে নাট্যশিল্প নিয়ে কাজ করে চলেছেআজকাল বাংলার নাট্যশিল্পকে বাঁচাতে এগিয়ে আসছে অনেক প্রতিষ্ঠা 

বাংলাতে শিল্পীবিতান নামক একটি প্রতিষ্ঠান রয়েছেযারা বাংলা নাট্যশিল্পের উন্নতির জন্য দিনরাত সাধনা করছেতাঁরা বাংলার ছোটো-বড়ো বিভিন্ন নাট্যদলদের নাটক অভিনব কায়দায় প্রমোট করছেতাঁরা বিভিন্ন নাট্য উৎসবে মিডিয়া পার্টনারের কাজ করেআগামী ১৫ ই সেপ্টেম্বর শিল্পীবিতান মাল্টিমিডিয়ার সহযোগীতায় মনসৃজন নাট্যগোষ্ঠী, হাওড়া নবনাট্য, প্রেক্ষাপট কলকাতা, এ বং পসিটিভ কলকাত, রিষরা দুরায়ন, পথিকৃত বর্ধমান, মঞ্চদর্পণ নাট্যসংস্থার প্রযোজনায় শুরু হতে চলেছে এক অভিনব নাট্যউৎসব১৫ ই সেপ্টেম্বর থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী বিশাল নাটকের আয়োজন একনজরে দেখে নিন নাট্যউৎসবের সূচী


এ নাট্যউৎসবে রয়েছে অনেকগুলো চমক। নাটক নিয়ে নিত্যনতুন ভাবনার বিভিন্ন বিষয়  নিয়ে আলোচনা, শ্রুতিনাটক ও বড়ো নাটক ছাড়াও এখানে থাকছে সংগীতানুষ্ঠান। সকল বঙ্গবাসীদের অনুরোধ যে একেবার ঘুরে আসুন এ নাট্যউৎসব থেকে। কারণ এ নাট্যউৎসের আপনাদের সহযোগিতা একান্ত কাম্যআপনাদের সহযোগিতা নাট্যউৎসবটিকে সাফল্যমন্ডিত করে তুলবে। এ নাট্যউৎসবগুলো ভবিষ্যতে বাংলা নাটকের অবিস্মরণীয় নবজাগরণ ঘটাবে।   

সংবাদ দাতা- বিতান হালদার  


































No comments