Header Ads

প্রতিবাদের গান


লোকসংগীত উঠে আসে জনজীবনের মূল থেকে আর গণসংগীত জনজীবনের শিকড়ে গিয়ে নাড়া দেয়। তাই উভয় ক্ষেত্রেই শিখতে হয়, কীভাবে প্রান্তিক মানুষের কথা বলতে গেলে প্রয়োজন পড়ে তার কন্ঠ, সুর, চলন, কথার। এই শিক্ষা মাথায় রেখে ‘সহজ’-পন্থায় আস্থা রেখেছিলেন সলিল চৌধুরী থেকে হেমাঙ্গ বিশ্বাস, সুদূর বিদেশের বব ডিলান থেকে নিবারণ পণ্ডিত সকলে। এই উত্তরাধিকার মাথা পেতে নেয় ‘দোহার’, আর এই চলচ্ছবিতে ধারণ করতে চায় বাংলার মাটির সুর, লড়াইয়ের অঙ্গীকারকে- যা আসলে পরস্পরের ‘নিতান্তই কাছাকাছি’। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন লোকসঙ্গীত আর গণসঙ্গীত শোনা-বোঝার মাঝের ফারাকটুকু ক্রমবর্ধমান তখন সাঙ্গীতিক সেতু গড়ার এই দায়িত্ব নিঃশর্তভাবে পালন করে চলেছে, দোহার।


Studio 69 Project Phoenix এর প্রযোজনায় দেখে নিন মিউজিক ওয়েব ফিল্ম প্রতিবাদের গান। নিম্নের লিঙ্কটি থেকে শুনে নিন এই গান।2 comments:

  1. এই জাগরণের গান বাঙালীকে জাগিয়ে তুলুক। জয় বাঙলা ।

    ReplyDelete