Header Ads

রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকথা

রবীন্দ্রনাথের পরিচয় তিনি স্রষ্টা। সৃষ্টির মধ্যে আত্মপ্রকাশই তাঁর নিজস্ব ধর্ম। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে ৩২ খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর সামগ্রিক চিঠিপত্র উনিশ খণ্ডে প্রকাশিত হয়েছে। তাঁর প্রবর্তিত নৃত্যশৈলী "রবীন্দ্রনৃত্য" নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । বীরভূমের শান্তিনিকেতন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গন। এছাড়াও তাঁর নামে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসদন, রবীন্দ্র সেতু,রবীন্দ্র সরোবর,রবীন্দ্রনাথ সড়ক (যশোর, বাংলাদেশ)। তাছাড়াও তাঁর নামে রয়েছে কিছু বিখ্যাত পুরস্কার যথা রবীন্দ্র পুরস্কার (রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার)। রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার (ভারত সরকার প্রদত্ত একটি আন্তর্জাতিক পুরস্কার)। মহান এ দার্শনিক-কবি মানবের চরণে শতকোটি প্রণাম জানাতে লিটারেসি প্যারাডাইসের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকথা। দেখে নিন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকথার প্রথম পর্ব। ভিডিও দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন। ভিডিওটি দেখুন ও আপনার মতামত প্রকাশ করুন।


No comments