Header Ads

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে প্রথম বাঙালি হিসেবে স্বর্ণজয় অচিন্ত্য শিউলির


বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলার মুখ। বাংলার ছেলের হাত ধরে কমনওয়েলথ গেমসে এলো ভারতের তৃতীয় সোনা। ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি বিভাগে স্বর্ণজয় হাওড়ার অচিন্ত্য শিউলির। এই প্রথমবার কোনো বাঙালি ভারোত্তোলনে স্বর্ণপদক জিতলেন।


অচিন্ত্য স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। তারপর দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন তিনি। স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি। 

অচিন্ত্য শিউলি কমনওয়েলথে স্বর্ণপদক জয়ের পাশাপাশি গড়লেন বিশ্বরেকর্ডও। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে গড়লেন বিশ্বরেকর্ড। বার্মিংহামে অচিন্ত্যর স্বর্ণজয়ের পর উৎসবের আবহ হাওড়ার দেউলপুর গ্রামে। গত রবিবার রাত জেগে তাঁর গ্রামের সকলে মিলে একসঙ্গে খেলা দেখেছেন। স্বর্ণজয়ী ভারোত্তোলকের দাদা অলোক শিউলি বলেন, "ভাইয়ের এই সাফল্য আমাদের কাছে খুবই আনন্দের মুহূর্ত৷ ও পরিশ্রমের ফল পেয়েছে। কম লড়াই তো ওকে করতে হয়নি।"

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments