Header Ads

সিনিয়র মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন দুর্গাপুরের নীলকন্ঠ ঘোষ


নীলকন্ঠ ঘোষ যিনি বেঙ্গল বডিবিল্ডিং এ ভাসকুলার কিং নামে পরিচিত। দুর্গাপুরের নীলকন্ঠ ঘোষ একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছেন বডিবিল্ডিং এ। সদ্য ইন্ডিয়ান বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত সিনিয়র মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার ৮৫ কেজি বিভাগে দ্বিতীয় হলেন তিনি। ঐ বিভাগে প্রথম হয়েছেন তামিলনাড়ুর আর. কার্তিকেশ্বর।


কিছুদিন আগেই নীলকন্ঠ ঘোষ জিতে নিয়েছেন সাউথ কোলকাতা শ্রী প্রতিযোগিতাও। এভাবেই মনোতোষ রায়, মনোহর আইচদের পরম্পরাকে বজায় রেখে চলেছেন আফরোজ খান, শিবব্রত দাস, চাঁদ মন্ডল, মিঠুন সাহা, শিবব্রত চন্দ, সমীর হালদার, কালীপ্রসাদ রায় ও অঙ্কিতা গায়েনের মতো বডিবিল্ডাররা।

বডিবিল্ডিং এ বার বার নাম উজ্জ্বল হয়েছে বাঙালির সেই পরম্পরা থেমে যায়নি এখনো, বরং বেড়ে চলেছে তার বহর। নীলকন্ঠ ঘোষের পরিপাটি করে সাজানো মাসেল আপনাকে চমৎকৃত করবেই এ বিষয়ে সন্দেহ নেই। সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের তিনি হারিয়েছেন সহজেই। 

শরীরচর্চা থেকে সংগ্রাম কোনো বিষয়েই বাঙালি পিছিয়ে নেই। আগেকার মতো বীর এখনও বহু রয়েছে। অনেকে অভিযোগ করেন বাঙালি নাকি শরীর চর্চায় পিছিয়ে পড়েছে যা একেবারেই ভুল। বডিবিল্ডিং এ শুধু ভারত নয় সারা বিশ্বের পর পর ইভেন্টে জিতছে বাঙালিরা, তারপরও আমাদের অভিযোগ রয়েছে। অন্যান্য সব প্রতিযোগিতার মতো বডিবিল্ডিং প্রতিযোগিতার কোনো খবরই বের হয়না প্রথম শ্রেণীর খবরের কাগজ গুলিতে বা মিডিয়াতে। যার ফলে আমরা জানতে পারছিনা এনাদের কথা। বাঙালির উচিৎ এইসব খবরগুলো ভালোভাবে জেনে রাখা। আমাদের অজান্তেই সারা বাংলা জুড়ে লুকিয়ে আছে এরকম প্রতিভা। নীলকন্ঠ ঘোষের এই জয় বাঙালির কাছে বেশ গর্বের।

প্রতিবেদন- অমিত দে


No comments