Header Ads

'ইন্ডিয়ান ম্যাজিক বুক অফ রেকর্ডস ২০২১' -এ সম্মানিত হলো মালদার শুভ্রজ্যোতি দত্ত


'ইন্ডিয়ান ম্যাজিক বুক অফ রেকর্ডস ২০২১' এ সেরার সেরা পুরস্কারে সম্মানিত হলো মালদার শুভ্রজ্যোতি দত্ত। মাত্র ২২ বছর বয়সেই সে জিতে নিল এই পুরস্কার। বেস্ট সোশ্যাল ওয়ার্কার হিসেবে তাকে প্রদান করা হয়েছে এই পুরস্কার। 'ইন্ডিয়ান ম্যাজিক বুক অফ রেকর্ডস' একটি আন্তর্জাতিক সংস্থা। যারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরার সেরা পুরস্কারটি প্রদান করে থাকে।


শুভ্রজ্যোতি দত্ত বর্তমানে মালদা মেডিক্যাল কলেজের একজন ছাত্র। সে নিজেকে নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রেখেছে। শুভ্রজ্যোতি 'গৌড়বঙ্গ নব্যদিগন্ত সংঘে'র সভাপতি। তার এই প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে হুইলচেয়ার এবং তাদের ১০০০ টাকা মাসিক ভ্রাতা ও মাসে মাসে ১০ কেজি করে চাল দেয়।  

শুভ্রজ্যোতি দত্ত 'গৌড়বঙ্গ নব্যদিগন্ত সংঘ' এর সভাপতি ছাড়াও সে যুক্ত আছে বাংলা পক্ষে। সে মালদা বাংলা পক্ষের শহরাঞ্চলের সভাপতি। মালদা জেলার প্রতিটি ব্লকে কাজ করছে মালদা বাংলা পক্ষ। রক্তদান শিবির, করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রতি মুহূর্তে দাঁড়াচ্ছে জেলার নাগরিকদের পাশে৷ প্রথম থেকেই মালদা জেলার এই কাজের পুরোভাগে ছিল শুভ্রজ্যোতি দত্ত। প্রত্যহ সে পৌঁছে গেছে জেলার কোন না কোন প্রান্তে, কোন না কোন আর্ত মানুষের পাশে। 

এরই স্বীকৃতি হিসেবে 'ইন্ডিয়ান ম্যাজিক বুক অফ রেকর্ডস ২০২১' -এর বেস্ট সোশ্যাল ওয়ার্কার সম্মান লাভ করেছে শুভ্রজ্যোতি। এই সম্মান তার মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামীদিনে সে যাতে আরো বেশি বেশি করে মহৎ কাজ করতে পারে তারই অনুপ্রেরণা  জুগিয়েছে এই পুরস্কার। তার এই সম্মান অর্জন উজ্জ্বল করলো বাংলার মুখ। 

প্রতিবেদন- সুমিত দে


No comments