Header Ads

বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান এবার বড়পর্দায়, ছবির নাম ৮/১২


ব্রিটিশ শাসনামলে ভারতের রাজধানী কলকাতার প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিং আর সবদিনের মতো সেদিনও গমগম করছিল নিত্যকার কর্মতৎপরতায়। ব্রিটিশ কর্মকর্তা, ভদ্রলোক, বাঙালি বাবু, কেরানি সকলেই ব্যস্ত ছিলেন নিজ নিজ কাজে। কিন্তু এসব সরকারি আমলাদের ভিড়ে হঠাৎ করেই আবির্ভাব ঘটে তিন বিশেষ ব্যক্তি বিনয়, বাদল ও দীনেশের। তারা এক গগনবিদারী গর্জনের মাধ্যমে ছারখার করে দেন রাইটার্স বিল্ডিংয়ের দৈনন্দিন অভ্যস্ততা। সেদিন এই অকুতোভয় ত্রয়ী যা করে দেখান, প্রায় ৯০ বছর বাদেও তা বারবার ঘুরে ফিরে আসে বাঙালির মুখে মুখে।  


বিনয়-বাদল-দীনেশ এর বীরত্বের কাহিনী নিয়ে এবার রূপোলী পর্দায় আসছে বাংলা  ছবি '৮/১২'। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে এই ছবির টিজার। প্রযোজক কান সিং সোধা তাঁর প্রযোজনা সংস্থা কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন এই ছবি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে চলেছে এই ছবি। 

আগামী বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই ৭৫ তম স্বাধীনতা দিবসে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের মতো তিন স্বাধীনতা সংগ্রামীর বীরগাঁথা হলো এই ছবি। 

পরিচালক অরুণ রায় ঐতিহাসিক ছবি বানাতে বেশ পছন্দ করেন। তিনি অত্যন্ত দক্ষ হাতে এক একটা ঐতিহাসিক ছবি নির্মাণ করে থাকেন। তাঁর পরিচালিত 'এগারো' ও 'হীরালাল' ইতিমধ্যেই বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র বিনয়ের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ; যাকে এর আগে হীরালাল ছবিতে অভিনয় করতে দেখা গেছে নাম ভূমিকায়, বাদলের ভূমিকায় অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশের ভূমিকায় অভিনয় করেছেন সুমন বোস - রেমো। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা চক্রবর্তী, বিপাশা সাহা সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। 

'৮/১২' ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ময়ূখ-মৈনাক। ছবিটির চিত্রগ্রহণ করেছেন গোপী ভগত। ছবিটি সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক।  ছবিটির প্রোডাকশন ডিজাইন করেছেন বিখ্যাত আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী। পোশাক পরিকল্পনায় রয়েছেন সাবর্ণী দাস। ছবির নাম অনুযায়ী ৮ ই ডিসেম্বর রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 

প্রতিবেদন- সুমিত দে


No comments