Header Ads

স্বাধীনতা দিবসে রূপমের নিবেদন 'রিদিম অব ফ্রিডম'


রিদিম অফ ফ্রিডম, রূপমের পারকাশান ইনস্ট্রুমেন্ট নিয়ে নতুন প্রজেক্ট। আগামীকাল ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে তার এই নতুন রিদিমটি। রূপম পারকাশানিস্টের প্রোফাইল ও পেজে দেখতে পাওয়া যাবে এই ভিডিওটি। এছাড়াও বেঙ্গল পিকচার্স ও বাংলা রক প্রজন্মের ফেসবুক পেজেও দেখা যাবে এই ভিডিও। 


রূপম হলেন এ প্রজন্মের একজন প্রতিভাবান পারকাশানিস্ট। তিনি আল বাউল, আনন্দ লহরী, আখর সহজ মানুষ, ওয়ার্ল্ড সাউন্ড স্কেপ, এক্সটেন্ডেড পারকাশিভ সার্কেলস, নিলাব্জ এন্ড ফ্রেন্ডস ও বি.পি.এমের মতো বিভিন্ন ব্যান্ডে তিনি পারকাশান নিয়ে কাজ করছেন। 

রূপম বিভিন্ন ব্যান্ডে কাজ করার পাশাপাশি এককভাবেও কাজ করে যাচ্ছেন। তিনি রিদিম অফ জার্নি নিয়ে একটি প্রজেক্টও করছেন বিভিন্ন পারকাশান ইনস্ট্রুমেন্ট নিয়ে। 

রূপমের ছোটোবেলা থেকেই তার পারকাশানের প্রতি অদম্য নেশা ছিল। যে নেশার বশে তবলা দিয়ে পারকাশানিস্ট হিসেবে তার হাতেখড়ি হয়। তারপর আস্তে আস্তে আরো অনেক ইনস্ট্রুমেন্ট শিখতে থাকেন তিনি। তারপর বিভিন্ন ধরণের ইন্সট্রুমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে ভিন্ন স্বাদের কাজ দর্শকদের উপহার দিচ্ছেন তিনি৷ 

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments