Header Ads

ইউটিউবে বাংলা কবিতা আবৃত্তি করেই দেড় কোটি ভিউয়ার্স পেলেন প্রীতি পন্ডিত


বাঙালির প্রতিভা কখনো থেমে থাকে না। আবহমান গতিতে চলতেই থাকে বাঙালির প্রতিভা। অনলাইন প্ল্যাটফর্মের যুগে বহু বাঙালি শিল্পী নিজের মতো করে তুলে ধরছেন তার শিল্পসত্ত্বাকে। খুব সহজেই আজকে একজন শিল্পীর কাজ গোটা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে। কেউ কবিতা নিয়ে কাজ করছেন, কেউ শর্টফিল্ম বানাচ্ছেন, কেউ ডকুমেন্টারি বানাচ্ছেন, কেউ গানের ভিডিও তৈরি করছেন, কেউ বিভিন্ন টিউটোরিয়াল বানাচ্ছেন। অনেক মানুষও মজা করে সেগুলো উপভোগ করছেন। 


আজকাল হাজারো অনলাইন প্ল্যাটফর্ম আছে। কিন্তু সহজ উপায়ে স্বল্প সময়ে বিখ্যাত হয়ে ওঠার উপযুক্ত প্ল্যাটফর্ম হলো ইউটিউব। গত পাঁচ বছরে বাঙালি ইউটিউবারদের সংখ্যাটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বাঙালি ইউটিউবারদের কথা বললে এখন চোখের সামনে বেশ কয়েকটি নাম ঘুরপাক খেতে থাকে। যত দিন যাচ্ছে বাঙালি ইউটিউবারদের কন্টেন্ট আরো উন্নত হচ্ছে। অসংখ্য বাঙালি ইউটিউবকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। 

কিছু লোকে বলে থাকেন যে ইউটিউবে রোস্টিং, প্র্যাঙ্ক, কমেডি ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসে। আর কবিতা, গল্প, নাটকের ভিডিও বানালে নাকি ভিউ আসেনা। যে ধারণাটা সম্পূর্ণ ভুল। ইউটিউবে একটা সামান্যতম অ্যানালিসিস করলে দেখা যায় ডকুমেন্টারি, নিউজ রিলেটেড ভিডিও, মোটিভেশনাল ভিডিও, অডিও স্টোরিতে সবচেয়ে বেশি পরিমাণ ভিউ আসে। এমনকি সাথে অনেক ভদ্র-নম্র ও শিক্ষিত দর্শকও জুড়ে থাকে। 

বাংলাতে এমন অনেক ইউটিউবার আছে যারা সাহিত্যমূলক কাজ করে জনপ্রিয় হচ্ছেন। আমরা অনেক বাচিকশিল্পীদের কথা জানি যারা কবিতার মাধ্যমে জনসমক্ষে পৌছে গেছেন। হয়তো অনেক নাম আমরা জানি না। এমনই একজন বাচিকশিল্পী হলেন প্রীতি পন্ডিত। যিনি বাংলা কবিতা আবৃত্তি নিয়ে কাজ করে সাফল্যের মুখ দেখছেন। অডিও ফর্মেটে আবহ সঙ্গীতের মিশ্রণে সুরেলা কণ্ঠে তিনি কবিতা আবৃত্তি করে থাকেন। 

নামী-বেনামী কবিদের কবিতাকে তিনি বেছে নেন আবৃত্তির জন্য। তাঁর চ্যানেলের সাবস্ক্রাইব লাখের ওপরে। শুধু বাংলা কবিতা আবৃত্তি করেই এক কোটি পঞ্চাশ লক্ষ ভিউস পেয়েছেন তিনি। যা বাংলা বাচিকশিল্প জগতে এক আলোড়ন তৈরি করেছে। ইউটিউবে এর আগে আর কোনো বাচিকশিল্পীই এতোটা সংখ্যক ভিউস অর্জন করতে পারেননি। বাংলা কবিতা তাকে এক অন্য দুনিয়া দিয়েছে। যেখানে তিনি প্রচন্ড পরিমাণে সফল। তিনি ইতিমধ্যেই জিতে ফেলেছেন সিলভার প্লে বটন অ্যাওয়ার্ডস। 

অনেক বড়ো ইউটিউব চ্যানেলে প্রমোশনের মাধ্যমে লাখ লাখ ভিউ আসে। হাজার হাজার টাকা ঢেলে এক একজন ইউটিউবার ভিডিও বানান। অথচ বাচিকশিল্পী প্রীতি পন্ডিত বিনা প্রমোশন ও বিনা খরচে ইউটিউবে বাংলা কবিতা নিয়ে কাজ করেই এখন তিনি একজন সফল ইউটিউবার তথা বাচিকশিল্পী। বাংলার অন্যতম টিভি রিয়্যালিটি শো দাদাগিরির চলতি সেশনে মোট তিনবার তার কবিতা অডিও মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে। প্রতিটি অডিও তার ইউটিউব চ্যানেল থেকেই নেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও যে বাংলা কবিতা নিয়ে বিস্ময়কর কাজ করা সম্ভব তার জ্বলন্ত প্রমাণ তিনি।   
                
প্রতিবেদন- সুমিত দে

3 comments:

  1. কবিতা আবৃত্তি ইউটিউবে কোন কেটাগরিতে পড়ে? করো জানা থাকলে বলুন, প্লিজ।

    ReplyDelete
  2. ek mota golay sob kobita ek rokom kore abritti kore jonopriyo hote kopal lage.or seta ache,ache aro ek joner.jara kobita bojhen tara or kobita kokhono shuneo dekhbe na.joghonyo.

    ReplyDelete
    Replies
    1. Apnio chesta korun . Apnar o hobe. Apni to bojhen. All the best.

      Delete