দুই বাংলার যৌথ প্রচেষ্টায় বিশ্বশান্তির বার্তা ছড়াতে মুক্তি পেল মিউজিক্যাল ফিল্ম 'হিল দ্য ওয়ার্ল্ড'
মানুষে মানুষে হানাহানি, খুন, বিদ্বেষ দিন দিন পৃথিবীতে বেড়েই চলেছে। সহস্র পাপের বোঝা ঠেলছে মানব সমাজ। মানুষ স্বার্থপরের মতো ধ্বংস করছে প্রকৃতি মাকে। অসহিষ্ণুতার বিষবাষ্প গ্রাস করছে গোটা দুনিয়াকে। পৃথিবী জুড়ে মাথা চাড়া দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিরা। সন্ত্রাসবাদও গুটি গুটি পায়ে গ্রাস করছে সমাজকে। মানুষের ভুলের জন্য ভিনদেশী ভাইরাসের আক্রমণে দুনিয়াতে নেমে এসেছে ঘোরতম অন্ধকার। মানুষের নিষ্ঠুরতার ফলে অগ্নিকাণ্ডের কবলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর ফুসফুস আমাজন রেইন ফরেস্ট। আজ বিপন্ন প্রকৃতি ও জীববৈচিত্র্য। চারিদিকে পরিবেশ ভারসাম্য। নীল সমুদ্রের সৌন্দর্যময় তলদেশ ভরে উঠছে বিষাক্ত প্লাস্টিকে। সহিংসতা ও সন্ত্রাসবাদ গ্রাস করছে সমাজকে। মনুষ্য প্রজাতি এগিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে। সচেতন মানুষ চাইছে শুধু একমুঠো শান্তি নিয়ে বাঁচতে।
মনুষ্য প্রজাতির এমন দূর্বিষহ সময়ে সংশয়ে সকলেই৷ কেউ রেসিজিম নিয়ে, কেউ করোনা ভাইরাস নিয়ে, আবার কেউ মৌলিক অধিকার নিয়ে। আর এই সবগুলো নিয়েই আমাদের মানবিক মূল্যবোধ।সেই মানবিক মূল্যবোধ ও প্রকৃতির অনিষ্ঠতা নিয়ে তৈরি হলো নতুন মিউজিক্যাল ফিল্ম 'হিল দ্য ওয়ার্ল্ড' (Heal The World)। দুই বাংলার যৌথ প্রচেষ্টায় মুক্তি পেয়েছে এই গানটি। থার্ড আই ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এই গান৷ থার্ড আই ফিল্মস দীর্ঘ দিন যাবৎ মানবিক মূল্যবোধের বিষয়ে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছে। তাদের এর আগের কাজগুলোও প্রশংসা কুড়িয়েছে।
কবি আল মাসুমের নান্দনিক গানের কথা ও দিদারুল ইসলামের নজরকাড়া সুরের পরশে অনবদ্য সৃষ্টি হলো এই গান৷ দিদারুল ইসলাম ও সালমা পারভীন রোজার সুমিষ্ট কণ্ঠের গায়কী হৃদয়ে দোলা লাগিয়ে দেওয়ার ক্ষমতা রেখেছে৷ গানটির আবহসঙ্গীতে মূলত বাঁশির কাজটি তাক লাগিয়ে দেওয়ার মতো৷ গানের সুর ও কথাকেও ছাড়িয়ে গেছে ভিডিওগ্রাফি। একদম আন্তর্জাতিক মানসম্পন্ন ভিডিও তৈরি করা হয়েছে এ গানে। ভিডিওর লোকেশান, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স ও মোশন গ্রাফিক্সের কাজ আপনাকে মুগ্ধ করে দিতে পারে।
হিল দ্য ওয়ার্ল্ড নামটি শুনে অনেকের মনে হতে পারে এটি একটি ইংরেজি গান কিন্তু তা একেবারেই নয়, এটি আমাদের দুই বাংলার প্রাণের বাংলা ভাষার গান। গানটি প্রযোজনা করেছেন মোঃ আজিজুল। প্রদীপ দত্ত, মদন গোস্বামী, কৃত্তিক চক্রবর্তী, সুমিতা দত্ত, আব্দুল্লা গাজী, মোঃ রাহুল আমিনের মতো নাট্যকর্মীদের প্রাণবন্ত অভিনয় ফুটে উঠেছে এই মিউজিক্যাল ফিল্মটিতে।
মাত্র ছয় মিনিটে সারা বিশ্বকে বার্তা দিয়েছে এই গান। ভিডিওর শুরুতে মোশন গ্রাফিক্স সহকারে বুদ্ধিমত্তার সাথে পৃথিবীর সংকটকে তুলে ধরা হয়েছে। সমগ্র গানের গল্পের মধ্যে হিল দ্য ওয়ার্ল্ডকে একটি স্লোগান রূপে প্রতিস্থাপিত করা হয়েছে। একজন পর্যটক বিশ্বের নানান জায়গা ঘুরে বেড়িয়ে গোটা পৃথিবীকে হিল দ্য ওয়ার্ল্ডের বার্তা ছড়ানোর চেষ্টা করছেন। তিনি ছুটে চলছেন বঙ্গভূমি পার করে আসমুদ্র হিমালয় থেকে কান্তার মরু, বরফের প্রান্তর ও শান্তির স্বর্গে৷ গানটি দেখতে দেখতে আপনি হারিয়ে যেতে পারেন অন্য পৃথিবীতে। এই গান নতুন করে মানুষকে বাঁচতে শেখায়৷ পুরো গানটি নিজের চোখে উপলব্ধি করার পর আপনার মনে হবে আপনি হয়তো কোনো আন্তর্জাতিক শর্টফিল্ম দেখলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়না জাগিয়েছে হিল দ্য ওয়ার্ল্ড শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment