Header Ads

চিরাচরিত ভালোবাসার চেনা বিষয়কে অচেনা ভাবে চেনালো রাহুল দত্তের 'ঘুমিয়ে পরো তুমি'


কাছের মানুষ ভুল বুঝে চলে যায় বহুদূর। একবুক অভিমান নিয়ে দুই পাড়ে বসে থাকে দুটি মানুষ। হারানো ভালোবাসা বারবার নাড়া দেয় তাদের। চাইলেও তারা একসাথে আর ফিরে আসেনা। পুরানো স্মৃতি নিয়েই কাটতে থাকে তাদের দিনগুলো। মনে মনে তারা দুজনে দুজনের সাথে কথা বলতে থাকে৷ কোনোদিনই তারা বুঝতে পারেনা কেন তারা দুজন দুজনের থেকে আলাদা হয়েছে। মাঝে মাঝে তারা একসাথে মিলে যাওয়ারও চেষ্টা করে। পৃথিবীতে অভিমানগুলো সব এরকমই। অভিমান থেকে বেরিয়ে আসা কঠিন ব্যাপার। সকলের ভাবতে অবাক লাগে যে ভালোবাসার মতো পবিত্র বস্তুরও অভিমান হয়। 


এমনই একটি ছেলের পুরানো প্রেমের স্মৃতি রোমন্থন নিয়েই গত ২৩ শে মে মুক্তি পেল সংগীতশিল্পী রাহুল দত্তের নতুন গান 'ঘুমিয়ে পরো তুমি'। চিরাচরিত ভালোবাসার চেনা বিষয়কে একটু অচেনা ভাবে দর্শকদের চেনালেন তিনি। মনোমুগ্ধকর গানের কথায় হৃদয় মাঝে শিহরণ জাগানোর এক সুন্দর প্রয়াস হলো এই গান। তিনি এই গানের মাধ্যমে  রোমান্টিকতার ছোঁয়াকে বাষ্পের মতো ছড়িয়ে দিয়েছেন সারা বাংলা জুড়ে। এ গানের মিঠেল সুর যেন সত্যি সত্যিই চোখের পাতায় নিদ্রা নামিয়ে আনে। রাত্রিবেলায় নিদ্রা দেবীকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে এই গান। ঘুমপাড়ানি মাসি-পিসির মতোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই গান৷ 

'ঘুমিয়ে পরো তুমি' গানটি লিখেছেন রাহুল দত্ত। গানটির টিউনও দিয়েছেন তিনি নিজে। কেবল গান লেখা বা টিউন দেওয়া নয়, তিনি একইসাথে এ গানের ভিডিও সম্পাদনা করেছেন। এমনকি এই গানটিতে নিজেই কণ্ঠ দান করেছেন৷ তার কণ্ঠে একগুচ্ছ মায়া জমেছে এই গানে৷ তার কণ্ঠে একটা জাদু রয়েছে। যা গানটি না শুনলে কখনোই বোঝা সম্ভব হবে না।তার অনবদ্য কণ্ঠে এ গানটি যথেষ্ট প্রশংসার দাবী রাখে। গৃহবন্দী অবস্থায় নির্জনতাকে ভেদ করে এই গানে তৈরি হয়েছে একটা রোমান্টিক আবহ। 

শুভম মৈত্রের মিউজিক আর মিক্স-মাস্টারিং ও রাজা চৌধুরীর গিটার ডিজাইনে নতুনত্ব ভর করেছে এই গানে। গানের কথা, গানের সুর, গানের ভিডিও সবকিছুই একদম মনের মতো। এই গানের ভিডিও বানানো হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে। এ গানটির আর্টওয়ার্ক ও অ্যানিমেশন তৈরি করেছেন পৌলমী চক্রবর্তী। ভিডিওতে ব্যবহৃত গানের লিরিক্স সম্পাদনা করেছেন সোহম দাস৷ রাহুল অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান৷ মুক্তির প্রথমদিন পেরোতে না পেরোতেই জনপ্রিয় হয়ে উঠেছে এই গান৷ এই গানটি শুনলে মনে হতে পারে এ গান চিরনূতন হয়ে চিরকাল থেকে যাবে৷ 


প্রতিবেদন- সুমিত দে

No comments