Header Ads

মেদিনীপুরের পাথরঘাটা এলাকার আর্তপীড়িত পঞ্চাশটি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলো পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষ


লকডাউনের মাঝে আর্তপীড়িতদের বেশ কষ্টের সাথে দিন কাটছে। খাদ্য সংকট তাদের কাছে চরম আকারে দেখা দিচ্ছে। এদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে এগিয়ে আসছে বাংলার যুবসমাজ। রোগের ভয় উপেক্ষা করে জীবন বাজি রেখে দুঃস্থের সেবায় নিজেদের নিয়োজিত করছে। তারা একের পর এক মানবতার নজির গড়ে তুলছে। 



করোনার ভয়াবহ পরিস্থিতিতে গরীব মানুষদের হাতে খাবার তুলে দিতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষের সহযোদ্ধারা। তারা গত রবিবার মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা এলাকার প্রায় পঞ্চাশটি দীনদুঃখী পরিবারের হাতে তুলে দিলো খাদ্যসামগ্রী। তারা সব নিয়ম মেনে মহকুমাশাসকের অনুমতি নিয়ে আয়োজন করেছিল ত্রাণ কর্মসূচির। সদস্যদের চাঁদা ও বেশ কিছু শুভানুধ্যায়ী  মানুষের সহয়তায় তারা সংগ্রহ করেছিল খাদ্যসামগ্রী।  সামাজিক দূরত্ব বজায় রেখে চলে ত্রাণসামগ্রী বিতরণ।  

পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষের তরফে শুভম কুন্ডু, শেখ সারিফ, অলক রঞ্জন চক্রবর্তী, সাগরময় জানা ও অয়ন সাঁতরা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল৷ এছাড়াও বিশেষ সহায়তায় ছিলেন মণিকাঞ্চন রায় ও ফারুক মল্লিক। স্থানীয়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন জামাল মল্লিক৷ একাজের মাধ্যমে ধন্য হয়েছেন পাথরঘাটা এলাকার গরীব মানুষেরা। খাদ্য সংকট রুখতে পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষকে যথেষ্ট ভালো পদক্ষেপ নিতে দেখা গেল গত রবিবার। মানবিক অধিকারে বাঙালির প্রতি সকল বাঙালির যে একটা মানবিক কর্তব্য রয়েছে, তারা সেই কর্তব্য পালন করলো নিষ্ঠার সাথে।  

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক


No comments