লকডাউনের মধ্যে ভার্চুয়াল জ্যামিং এর মাধ্যমে সময় কাটছে অনেক শিল্পীদের। রূপম পারকাসনিস্টের প্রোফাইলে আপলোড হলো একটি ভার্চুয়াল জ্যামিং
মহানগরের পিচঢালা রাস্তা খালি পড়ে আছে। গঙ্গার পাড়ে আড্ডাহীন সময়। রবীন্দ্র সরোবরে নিস্তব্ধতা। দ্বিতীয় হুগলি সেতুতে নেই যানবাহনের ভিড়। সেলফি তোলার মানুষও যেন হঠাৎ করেই অদৃশ্য পৃথিবী থেকে। যে গানওয়ালা রাস্তাতে গান গাইতো সেও বাড়িতে বন্দী। রাস্তার ফেরিওয়ালা তারও দেখা নেই। মহানগর থেকে শহর, শহর থেকে গ্রাম মানুষ কোথায়? মানুষগুলো সব ঘরে ফেরে। এমন দৃশ্য দেখতে কার আর ভালো লাগে। উপায় তো নেই। মানুষের ভাগ্যে যা থাকে তা তো মেনে নিতেই হবে।
আজকে এটা স্পষ্ট যে একটা ভাইরাসের কাছে আমরা সকলেই নিরুপায়। একটা ভাইরাসকে ধ্বংস করতে আমরা সবাই গৃহবন্দী। যারা কাজপাগল মানুষ, যাদের অভিনয় করে দিন কাটে, যারা গানপাগল মানুষ তাদের কাছে এই একুশটা দিন বেশ কষ্টসাধ্য। তবুও বসুন্ধরা মাকে সুস্থ রাখতে মানুষকে তো লড়াই করতেই হবে করোনার বিরুদ্ধে। গৃহবন্দীকে মেনে নিতে না পারলেও যে মানতেই হবে৷ এমন এক অস্থির সময়ে যে যা পারছে নিজের মতো করে যেমন কাজ করছে। কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষেরা ওয়ার্ক ফর্ম হোম প্রসেসের মাধ্যমে যেমন অফিসের কাজ করছেন। ঠিক সেরকম ভাবেই অনেক শিল্পী যারা গান বাজনার সাথে যুক্ত তারা কেউ গান গাইছে, কেউ কবিতা পড়ছে, আবার কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এরকম ভাবেই অনেক শিল্পী তারা ফেসবুকে বেশ কয়েকজন মিউজিশিয়ানরা একসাথে ভার্চুয়াল জ্যামিং করছেন।
গতকাল রূপম পারকাসনিস্টের ফেসবুক প্রোফাইলে আপলোড হয়েছে একটি ভার্চুয়াল জ্যামিং। এই ভার্চুয়াল জ্যামিংটিতে তারা ছয়জন শিল্পী ঐক্যবদ্ধ হয়ে ভিডিওটি করেছেন। সোহম,রূপম, শুভময়, সৌমাল্য, অর্ণব, বুম্বা এনারা যুক্ত ছিলেন ভার্চুয়াল জ্যামিংটির সাথে। তারা লিটারেসি প্যারাডাইসকে জানিয়েছেন "আমাদের মতো এখন অনেকেই ভার্চুয়াল জ্যামিং করছে। আসলে সবাই আমরা ঘরবন্দী। ঘরে থেকেও আমরা সবাই মিউজিকটা বন্ধ করিনি। আমরা শুধু মিউজিশিয়ানই নই। আমরা সবাই খুব ভালো বন্ধু। এই ঘরবন্দী হওয়ার কারণে আমাদের কারোর সাথে কারোর দেখা হয়না, মিউজিকটা হয়না৷ কিন্তু আমরা থামিনি। আমরা এখনও মিউজিকটা চালিয়ে যাচ্ছি শুধু আমরা একসাথে কাজ করি বলে নয়, আমাদের প্রত্যেক মিউজিশিয়ানদের সাথে একটা মনের মিলও তৈরি হয়ে যায়। আমরা লকডাউন কিন্তু আমাদের গান বাজানোর যে মিলন সেটা লকডাউন নয়। এরকম ভাবেই আমরা মিউজিকটা করবো লকডাউনে থেকেও। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ বাড়ির বাইরে বেরোবেন না খুব দরকার ছাড়া। আর অবশ্যই মুখ ঢাকা দিয়ে বেরোবেন। যতটা পারবেন না বেরোনোর চেষ্টা করবেন। সকলে বাড়িতে থাকুন। সকলের যার যেটা কাজ বাড়িতে থেকেই করুন।"
নীচের লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারেন গতকালের ভার্চুয়াল জ্যামিংটি।
https://m.facebook.com/story.php?story_fbid=1093669434343028&id=100010999450256&sfnsn=wiwspwa&extid=7ZHxLJx6EiYGUJro&d=w&vh=i
নীচের লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারেন গতকালের ভার্চুয়াল জ্যামিংটি।
https://m.facebook.com/story.php?story_fbid=1093669434343028&id=100010999450256&sfnsn=wiwspwa&extid=7ZHxLJx6EiYGUJro&d=w&vh=i
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment