একটি অদ্ভুত ভালোবাসার ছবি। মানস বসু পরিচালিত শাশ্বত-শ্রাবন্তী জুটির প্রথম সিনেমা 'ছবিয়াল'
নাম তার হাবুল। শখ মৃত মানুষের ছবি তোলা। মৃত মানুষের জীবনের শেষ ছবি তোলা থাকে তারই হাতে। মৃত মানুষের ফটোগ্রাফি করেই তার দিনকাল কাটে। কিন্তু হঠাৎ করে লাবণ্য নামের এক লাস্যময়ী রূপসী জমিদার বাড়ির বৌমার প্রেমে বিভোর হয়ে পড়ে সে। লাবণ্য কী হাবুলের প্রেমের দাম দেবে? এই হাবুলের হঠাৎ করে বদলে যাওয়া জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে পরিচালক মানস বসু পরিচালিত নতুন বাংলা ছবি 'ছবিয়াল'। জমিদার বাড়ির বৌমার সাথে হাবুলের প্রেম রয়েছে ছবিতে। স্বাভাবিক ভাবেই মনে হতে পারে এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প। কিন্তু পরিচালকের সোজা-সাপ্টা জবাব হলো এ ছবি একটি অদ্ভুত ভালোবাসার ছবি। কোনোমতেই ত্রিকোণ প্রেমের ছবি নয়। গল্পে বেশ কিছু নতুনত্ব রয়েছে। গল্পে হালকা সাসপেন্সও রয়েছে। তিনি ছবির পুরো গল্প বলতে নারাজ। কারণ ছবির এমন কিছু জায়গা রয়েছে যা প্রকাশ করা মোটেও ঠিক হবেনা।
ছবিতে হাবুলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। এই প্রথমবার একসাথে জুটি বেঁধেছেন শাশ্বত ও শ্রাবন্তী। এছাড়াও হাবুলের সহকারী হিসেবে অভিনয় করেছেন 'সহজ পাঠের গপ্পো' খ্যাত সামিউল আলম। হাবুলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুই চরিত্র পালদা ও চাওয়ালার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায় ও জয়জিৎ বন্দোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, মল্লিকা বন্দোপাধ্যায় ও আরো অনেকে। এই পুরো কাস্টিংটি করা হয়েছে ছবির গল্পের ওপর নির্ভর করে।
কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে 'ছবিয়াল' ছবির ট্রেলার। যে ট্রেলারে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। ছবির ট্রেলারে শাশ্বতর চরিত্র হাবুলকে মনে হয়েছে একজন রসিকধর্মী মানুষ। আর শ্রাবন্তীর চরিত্র লাবণ্যকে মনে হয়েছে একটু সহজ সরল নারী। কখনো হাবুলকে ক্যামেরা হাতে ছবি তুলতে৷ কখনো লাবণ্যের দিকে উঁকি মারতে দেখা গেছে ট্রেলারে। ছবির ট্রেলার দেখে মনে হয়েছে এটি একটি সাসপেন্স ও কমেডিতে ভরপুর রোমান্টক ছবি৷
এ ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক বসু। ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন অভিজিৎ নন্দী। ছবিতে সংগীত পরিচালনা করেছেন মেঘ বন্দোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী ও সুজয় ভৌমিক। ছবিটি মুক্তির কথা ছিল ২৭ শে মার্চ। কিন্তু লোকডাউনের কারণে পিছিয়ে গেছে ছবি মুক্তির তারিখ। ছবিটি ঠিক কবে মুক্তি পাবে জানেন না কেউই। তবে পরিস্থিতি সঠিক পর্যায়ে ফিরলে খুব শীঘ্রই মুক্তি পাবে এ ছবি।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment