Header Ads

খ্যাতনামা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জীবনাবসান


প্রয়াত হলেন খ্যাতনামা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো তাঁকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তিনি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা এবং অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের দাদা৷ 


অভিনেতা সন্তু মুখোপাধ্যায় অভিনয় করেছেন গণদেবতা, দেবদাস, কালবেলা, বনভূমি, মানুষ মানুষের জন্য, খেলাঘর, রাজা, হারমোনিয়াম, প্রতিশ্রুতি, চন্দরের কাছাকাছি, সংসার সীমান্ত, পরিচয়, ন্যায়-অন্যায়, কলঙ্কিনী কঙ্কাবতী, বোধন, প্রফুল্ল, মালঞ্চ, উৎসর্গ, জবানবন্দী, পরশমনি, হেমন্তর পাখি, বৈকুণ্ঠের উইল, ওয়ারিশের মতো বহু বাংলা ছবিতে। তিনি তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো  প্রখ্যাত পরিচালকদের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় একশোটি। তিনি শেষ জীবনটা কাটালেন ছোটোপর্দাতে। বড়পর্দাতে শেষ পাঁচ বছরে তাঁকে আর দেখা যায়নি। অভিনয়ের দিক থেকে অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন তিনি৷ তাঁরা নজরকাড়া অভিনয় মুগ্ধ করেছে বাংলার সিনেপ্রেমীদের। 

বুধবার সন্ধ্যায় কলকাতার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর ভয়াবহ শ্বাসকষ্টের কারণবশত ৪ ঠা ফেব্রুয়ারী রাত ১১ টায় তাঁকে ভর্তি করা হয় ঢাকুরিয়া হাসপাতালে। কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলে তাঁকে বাড়িতে ফেরানো হয়। বাড়িতে ফের কিছুদিন থাকার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা হ্রাস পায়। এর পাশাপাশি প্রচন্ড পরিমাণ পটাশিয়ামের মাত্রাও বেড়ে যায়। আর শ্বাসকষ্টজনিত সমস্যা মোটেই কাটছিল না। তাঁর শ্বাসকষ্টের সঙ্গে জুড়ে বসে ড্রাউজিনেস। শেষমেশ জীবনের সমস্ত কাজ ফেলে রেখে বিদায় নিলেন ইহলোক ছেড়ে৷ 

বর্ষীয়াণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দুই মেয়ে স্বস্তিকা ও অজপাকে একা ফেলে রেখে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। তিনি সশরীরে জীবিত না থাকলেও থেকে যাবে তাঁর সমস্ত কাজগুলো। টলিউড মনে রাখবে তাঁর অভিনয় দক্ষতাকে। 

প্রতিবেদন- সুমিত দে

No comments