Header Ads

বাংলা ভাষা একতা মঞ্চ হাওড়া জেলার বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো

বর্তমানে করোনার প্রকোপ রুখতে সাধারণ মানুষ ও বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে হাতে হাত লাগিয়ে কাজ করছেন। স্কুল, কলেজ, সরকার, বিভিন্ন সামাজিক সংগঠনগুলি বিভিন্ন ভাবে কাজ করছেন।


এরকমই হাওড়া জেলায় 'বাংলা ভাষা একতা মঞ্চ' হাওড়ার বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নিয়মানুযায়ী এই সংগঠনের কর্মী ও সমর্থকরা নিজেরাই বানিয়ে ফেলেন হ্যান্ড স্যানিটাইজার।

লকডাউনের ঠিক আগেই বিতরণের কাজটি করেন 'বাংলা ভাষা একতা মঞ্চে'র কর্মীরা। সেদিন পথচলতি কিছু মানুষ, অসহায় মানুষ এবং পুলিশ কর্মী, ট্রাফিক পুলিশ তারা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এবং কীভাবে ব্যবহার করতে হবে তাও বুঝিয়ে দেন।

এছাড়াও কিছু হাওড়ার সালকিয়া, উত্তরপাড়া এবং কিছু বেলুড়ের মানুষকেও বিতরণ করেন তাঁরা।'বাংলা ভাষা একতা মঞ্চে'র অরিন্দম ব্যানার্জী, আলপনা অধিকারী, পরিবেশ বাঁচাও কমিটির প্রদ্যুত ঘোষ ও অন্যান্য কর্মীরা বিতরণে অংশ নেন।

প্রতিবেদন- অমিত দে

No comments