নন্দিনী ও ফিরোজের কন্ঠে "তবুও বাসবো ভালো বলে!!!"। প্রযোজনাতে SSD Venture.
ভালোবাসা, অভিমান ও জীবনের হিসেব সব মিলিয়ে আসছে নন্দিনী ও ফিরোজের কণ্ঠে "তবুও বাসবো ভালো বলে!!!" এটি একটি লিরিক্যাল স্টোরি। যার প্রযোজক হিসেবে রয়েছেন এই প্রথমবার অভিনেতা সাহেব হালদার।অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে আসার প্রতি তার এটি প্রথম প্রয়াস।এসএসডি ভেঞ্চারের ব্যানারে মুক্তি পাবে এই স্টোরিটি।
শীতের শুষ্ক সকালে জীবনের হিসেব বুঝে নিতে ব্যস্ত একটি মানুষ। যার মনে পড়ে পুরাতন প্রেমের কথা। জীবনের জানা-অজানা সুখ-দুঃখ,অভিমান, চঞ্চলতা আরো কত কী। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসা কতটা দরকার পড়ে তারও জবানবন্দি দিতে থাকে সে। একটি ছেলের কাছে কোনো মেয়ে তার কাছের বন্ধু হলে কখনো তা প্রেমে রূপান্তরিত হয় বা কখনো বন্ধুতেই সীমাবদ্ধ থাকে।
কোনো ছেলে তার প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন কী সর্বদা বাস্তবায়িত হয়? আমাদের জীবন প্রত্যহ ছুটে চলে ট্রেনের মতো। ট্রেন যেমন গন্তব্যে গিয়ে একসময় থেমে যায়। আমাদেরও মাঝেমধ্যে থেমে যেতে হয়। আর জীবন মাত্রই সুখ-দুঃখ, ভুল বোঝাপড়া সবই থাকবে। তবুও আমাদের হাসিমুখে বাঁচতে হবে প্রতিদিন। আমাদের ক্ষুদ্র জীবনের আয়নাতে বেঁচে থাকাটাই সব। তবুও কিছু স্মৃতি রয়ে যায় মনের কিনারায়।
এককথায় বলতে গেলে একটি ছেলের স্মৃতি রোমন্থন ও না বলা কথার উত্তর খোঁজার গল্প হলো "তবুও বাসবো ভালো বলে!!!" আর কয়েকদিনের মধ্যেই তিলোত্তমা কলকাতার আনকোরা লোকেশানে শ্যুটিং শুরু হবে এই স্টোরিটির।
![]() |
ফিরোজ শাহ ও নন্দিনী দাস |
আপনার যদি মন খারাপ থাকে বা আপনি যদি প্রেমে ব্যর্থ হয়ে থাকেন কখনো তাহলে আপনার মনকে শক্ত করতে খুঁটির মতো কাজ করবে এই লিরিক্যাল স্টোরিটি। কারণ এই গল্পে আমাদের প্রচলিত জীবনের কিছু চরম সত্যকে তুলে ধরা হয়েছে। ফিরোজ শাহ ও নন্দিনী দাসের অপূর্ব কণ্ঠে আপনার মনে ভরিয়ে দেবে এই লিরিক্যাল স্টোরিটি।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment