Header Ads

'আহারে মন' - মন কেমনের মন্তাজ


-একজন ছিঁচকে চোর যে চুরিবিদ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়।

-একজন বড়লোক ডাক্তারের মেয়ে যে শখে চুরি করে ভিড়ে যায় সেই শিল্পী চোরের কাছে তালিম নিতে।

-একটা মেয়ে যে দুরারোগ্য ব্যাধিতে মরণাপন্ন তার জীবনের একমাত্র ইচ্ছে সুপারস্টার দেব'কে বিয়ে করা ।

-একজন অভিবাসন কর্মী যে বিভিন্ন কাজে বিদেশে যাওয়া মানুষের আসা-যাওয়ার আনন্দ-বিষাদ নিজের করে নেয়,কিন্তু নিজে অসুস্থ মায়ের সেবা করতে করতে নিঃসঙ্গ রয়ে যায়।


-পুরুষের প্রেম গ্রহণে অক্ষম একজন স্বনির্ভর স্বাধীনচেতা নারী এক পুরুষের পেমজ প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হলেও বন্ধুত্বের অধিকারে পুরুষটির বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে।

-একজন গৃহবধূ বিদেশে বেড়াতে গিয়ে এক অচেনা পুরুষকে সাহায্যকারীর ভূমিকায় পায়,যে নিঃস্বার্থ ভালোবাসায় প্রতিশ্রুতি দিয়ে যায় আজীবন অপেক্ষায় থাকার। জীবনপথে একলা হলে নতুন করে হাত ধরার।

-রাজা দুষ্মন্ত তাঁর দেওয়া আংটির কথা ভুলে গেলেও এই গল্পের দুষ্মন্ত নিয়মিত চিঠি পাঠাতো তার শকুন্তলাকে।

-একজন সংগীতপ্রেমী বৃদ্ধ জীবন সায়াহ্নে এসে বৃদ্ধাশ্রমের নিস্তরঙ্গ জীবনে খুঁজে পায় এমন এক নারীকে যার অসমাপ্ত ভালোবাসার আবছা রেশ থেকে গেছে প্রতি মাসে আসা একটা করে চিঠিতে।

অনেকগুলো অতৃপ্ত মন,অনেকগুলো অসমাপ্ত চিত্রকল্প বিনি সুতোর মালায় একসূত্রে গাঁথার চেষ্টা করেছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত তাঁর 'আহারে মন' ছবিতে। সব চাওয়া কি পাওয়ায় পরিণত হয়!নাকি টুকরো টুকরো প্রাপ্তির ঢেউয়ে ভেসে বেড়ায় অপ্রাপ্তির ডিঙি নৌকা? এইসব মন-কেমনিয়া ধূসর ভালোলাগা রঙে নিখুঁত ক্যানভাস সাজিয়েছেন পরিচালক তাঁর সংবেদনশীল শিল্পী সত্তাকে উজাড় করে। পুরো সিনেমাটি দেখতে দেখতে হেমন্তের ধূসর গোধূলির বিষাদ সুন্দর রিনরিনে অনুভূতি জড়িয়ে থাকবে আপনার দুঃখবিলাসী মনে। শেষ কটা দৃশ্যে হয়তো আপনার চোখের পাতায় জমতে পারে শীতের সকালে কচুপাতায় লেগে থাকা মুক্তোদানা শিশির। আষাঢ়ের গোমড়ামুখো মেঘের মত গুম হয়ে কিচ্ছুক্ষণ বসে থাকতে পারেন আপনি। পথ হারানো মাঝির মত এলোমেলো স্রোতে ভেসে যেতে পারে আপনার মন। মধুবন্তী বাগচীর গলায় এ ছবির শীর্ষ সংগীত আপনি অনেকদিন গুনগুনিয়ে গাইবেন। তাই সব ভুলে দেখে ফেলুন আদিল শেখ,পাওলি দাম,অঞ্জন দত্ত,মমতা শঙ্কর,ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র অভিনীত এই ছবিটি আর অস্ফুটে বলুন--- 'আহারে মন'।।


No comments