সৈয়দ মুস্তক আলি ট্রফির ডু অর ডাই ম্যাচে রূদ্ধশ্বাস জয় বাংলা ক্রিকেট টিমের
সৈয়দ মুস্তক আলি ট্রফিতে রুদ্ধশ্বাস জয় বাংলার। মধ্যপ্রদেশের মুখোমুখি ছিল এই ম্যাচ। ব্যাটে ও বলে দুই দলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেডিয়ামে আয়োজিত হয় এই ম্যাচের। সৈয়দ মুস্তক আলি ট্রফির ডু অর ডাই ম্যাচ হিসেবে জয়ের মুখ দেখল বাংলা। ব্যাটিং খুব একটা ভালো না হলেও বোলারদের দাপটে গুড়িয়ে যায় মধ্যপ্রদেশ।
বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন খুব একটা ভালো রান করতে পারেননি এই ম্যাচে। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পয়ষট্টি রান করার মাধ্যমে বাংলা দলের অন্যতম খেলোয়াড় সৈয়দ মুস্তক আলি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থানে পাকাপাকিভাবে নিজের জায়গা দখল করলেন বাংলার উইকেট রক্ষক শ্রীবৎস গোস্বামী।
শ্রীবৎস গোস্বামীর রান সংখ্যা এখন একহাজার আটশো সত্তর। এর আগে মধ্যপ্রদেশের হরপ্রিত সিং ছিল সর্বোচ্চ রান রেকর্ডে। তার রান সংখ্যা এক হাজার আটশো ত্রিশ। কিন্তু এবার হরপ্রিত সিং এর রেকর্ড ভেঙ্গে দিল বাংলা টিমের খেলোয়াড় শ্রীবৎস গোস্বামী।
ছয় উইকেটে জয় লাভ করেছে বাংলা। পাঁচ ওভার পাঁচ বল বাকি থাকতেই এ জয় অর্জন বাংলার। আকাশদীপ ও শাহবাজ আহমেদ নেয় তিনটি করে উইকেট। মধ্যপ্রদেশের ব্যাটিং শুরু হবার প্রথমার্ধ থেকেই বোলিং এর মাধ্যমে চাপে রাখা হয় মধ্যপ্রদেশকে। বাংলা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ঈশান পোড়েল ও আকাশদীপের বলের আঘাতে বিদ্ধ হতে হয় মধ্যপ্রদেশের ওপেনারদের। কুড়ি ওভারে একশো বারো রানে অলআউট হতে হয় মধ্যপ্রদেশকে।
পূর্ববর্তী ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে মধ্যপ্রদেশের সাথে ম্যাচে জয় প্রয়োজন ছিল বাংলার। অবশেষে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস বাংলার ক্রিকেট টিমে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment