Header Ads

বাংলা থিয়েটারে নতুন ম্যাকবেথ! কারা থাকছে কাস্টিং'এ?


একটি রাজনৈতিক দল এবং একটা পতিতালয়। যেই দলের ক্ষমতা বারবার বদলে যায় সময়ের সাথে সাথে। বদলায় কে বা কারা? এরকমই একটি বিষয় নিয়ে গত বছর মঞ্চ কাঁপিয়েছে কাহিনি নাট্যদলের নবতম প্রযোজনা 'আমরা সবাই রাজা'। যে নাটকটির আবারো প্রত্যাবর্তন হতে চলেছে। গতবারের তুলনায় এবার নাটক আকারে ও গল্পে আরো বেশি বড়ো হবে ধারণা প্রত্যেকের। 


শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' নাটক অবলম্বনে ২০২০ এর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে আসতে চলেছে এই নাটকের গল্প। পরিচালক অরুণাভ দে নিজের হাতে যত্নসহকারে সাজিয়েছেন নাটকের চিত্রনাট্য। এই নাটকে অরুণাভকে দেখা যাবে মধুসূদন অর্থাৎ ম্যাকবেথের চরিত্রে। তবে এবার পরবর্তী মধুসূদন কে হবে তা এখনো ঠিক করেননি পরিচালক। মধুসূদন ছাড়াও নাটকের অন্যান্য চরিত্র যেমন দেবু ঠাকুর (ডানকান), মালিক (ম্যাকডাফ), মৌমিতা ঠাকুর (লেডি ম্যাকবেথ) প্রমুখ চরিত্রগুলোতে কারা কারা অভিনয় করবেন তা নিয়ে আপাতত বাছাই পর্বের কাজ চলছে। 

'আমরা সবাই রাজা' নাটকের পরিচালক অরুণাভ দে বেশ কিছু অভিনেতাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের মধ্যে  অনুজয় চট্টোপাধ্যায়, উজান চ্যাটার্জি, অঙ্গনা রায়, কৌশিকি চক্রবর্তী, ফিরোজ শাহ, অনির্বাণ চক্রবর্তী, অভিরূপ চৌধুরী, দেবজ্যোতি রায় চৌধুরী অন্যতম।   

নাটকটিতে পোশাক ও বর্ণন পরিকল্পনা করতে চলেছেন সুলগ্না চৌধুরী। যিনি টলিউডের বহু ছবিতে পোশাক পরিকল্পনার কাজ করেছেন। নাটকের আলোর দায়িত্বে রয়েছেন বাপ্পা সেন।

আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হবে নাটকের সমস্ত কাস্টিং। তখনই বোঝা যাবে কে হচ্ছেন বাংলা থিয়েটারের নতুন ম্যাকবেথ কিংবা নতুন ম্যাকডাফ।        
                                          
প্রতিবেদন- সুমিত দে

No comments