Header Ads

টলিউড ফিল্মস্টার সুপ্রতিম সাহার সাক্ষাৎকার


টলিউড ফিল্মস্টার সুপ্রতিম সাহা। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'গুডনাইট সিটি' সিনেমার মাধ্যমে টলিউডে ডেব্যু করেন অভিনেতা সুপ্রতিম সাহা। এরপর তিনি অভিনয় করেছেন জি বাংলা সিনেমা অরিজিনালসের ছবি 'গুপিগাইন' এ। এছাড়াও চলচ্চিত্রের পাশাপাশি তিনি অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে। সম্প্রতি তিনি শেষ করেছেন 'স্বপ্নের পিছু পিছু' বলে একটি মিউজিক ভিডিওতে অভিনয়। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক। তার প্রোডাকশন কোম্পানি 'সুপ্রতিম সাহা প্রোডাকশন' এর ব্যানারে আসতে চলেছে তার পরবর্তী বাংলা ছবি 'প্রতিফলন'। কেবল 'প্রতিফলন' নয় ' পরিবর্তন' নামের একটি বাংলা ছবিতেও দেখা যাবে তাকে।

লিটারেসি প্যারাডাইস নিয়ে এসেছে অভিনেতা সুপ্রতিম সাহার একটি খোলামেলা সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারটি দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন। লিটারেসি প্যারাডাইস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সুপ্রতিম সাহার ইন্টারভিউ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল লিটারেসি প্যারাডাইস।No comments