Header Ads

গৃহবন্দী হয়েও সিনেমার জন্ম দিলেন পরিচালক সায়ন বসু চৌধুরী, ছবির নাম ফিরে দেখা। অভিনয়ে সুরজিৎ মাইতি ও পারমিতা ব্যানার্জি


গোটা রাজ্যে লকডাউন করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এমতাবস্থায় শিল্পীরা কীভাবে দিন কাটাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি কেউ ফেসবুক লাইভের মাধ্যমে সময় কাটাচ্ছেন। কেউ ভার্চুয়াল জ্যামিং এর মাধ্যমে সময় কাটাচ্ছেন। কেউ কেউ বাড়িতে বসে গান বানাচ্ছেন। কেউ লেখালেখি করছেন। এই পরিস্থিতি থেকে কবে আমরা বেরোতে পারবো কেউ জানিনা। যতই হোক মানুষের লকডাউন শিল্পের কিন্তু কখনো লকডাউন হয়না। তাই এবার বাড়িতে বসেই ছবি বানালেন পরিচালক সায়ন বসু চৌধুরী। যিনি পরিচালনা করেছেন কিছু না বলা কথা ও মেঘ বৃষ্টির মলাটের মতো কিছু বাংলা ছবি। 


লকডাউনের মধ্যে পরিচালক সায়ন বসু চৌধুরী একটি বাড়ির মধ্যে শ্যুটিং করে জন্ম দিলেন একটি শর্টফিল্মের। যে ছবির নাম 'ফিরে দেখা'। এই ছবিটি মূলত একটি রোমান্টিকধর্মী ছবি। যেখানে দুজন প্রেমিক-প্রেমিকা যাদের মধ্যে ঘটে যাওয়া দুটো ঘটনা। প্রথম ঘটনাটি তিন বছর আগে আর দ্বিতীয় ঘটনাটি তিন বছর পর। এ দুটো ঘটনার তুলনা নিয়ে এগিয়েছে ছবির চিত্রনাট্য। সহজে বলতে গেলে দুজন প্রেমিক-প্রেমিকার জীবনের দুটো পর্যায় হলো এ ছবির প্রধান বিষয়বস্তু।   

সায়ন বসু চৌধুরী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা সুরজিৎ মাইতি ও অভিনেত্রী পারমিতা ব্যানার্জি। এই দুই অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করবে প্রতিটি দর্শককে। ছবিটি একদম ভিন্ন স্বাদের। খুব শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। লকডাউনের মাঝেও যাতে সকল সিনেপ্রেমী মানুষকে নতুন সিনেমার মাধ্যমে আনন্দ দেওয়া যায় তার জন্য এমনই উদ্যোগ নিয়েছেন এ ছবির পরিচালক। 

প্রতিবেদন- সুমিত দে

No comments