Header Ads

টাইম মেশিন নিয়ে অন্য ঘরানার ছবি 'প্রজাপতি'র স্ট্রিমিং এবার ইউটিউবে


মুক্তির পথে দিন গুণছে বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি 'প্রজাপতি'। যে ছবিতে উঠে এসেছে টাইম মেশিনের গল্প৷ প্রজাপতি নামটির রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে ভালোবাসার গন্ধ। ছবির মূল কাহিনী জানা যাবে ৬ ই এপ্রিল। কারণ এইদিন ইউটিউবে প্রিমিয়ার হতে চলেছে পুরো ছবি৷ তবে সংক্ষেপে দু একটা কথা অনায়াসে লেখা যায় ছবির ভাবনা নিয়ে। এটি মূলত একটি পিরিয়ড ড্রামা ফিল্ম। একটা ভালোবাসার ছবি। গঙ্গা ও অহল্যা নামের দুটো মেয়ে যারা একে অপরের ভালো বন্ধু। যাদের বন্ধুত্ব পৌঁছে যায় গভীরে৷ যারা বয়স ভুলে বারবার মেয়েবেলাতে হারিয়ে যায়। এর বেশি বলা বারণ। আর এমনিতেও এর বেশি বলাটা ভুল হবে কারণ গত একবছর ধরে বিভিন্ন সুবিধা-অসুবিধা, চাপানউতোর পেরিয়ে নির্মিত হয়েছে এ ছবি৷ 'প্রজাপতি' নিয়ে পুরো টিম বেশ আগ্রহী। 


ছবিতে থাকছে নজরকাড়া অভিনয়। সম্পূর্ণ নতুন বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছবিতে থাকছে দুটো লেয়ার। একটা লেয়ারে ১৯৪৭ সালের আরেকটা লেয়ারে ২০১৮ সালের গল্প বলা হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভারতে সমকামীদের জন্য আইন প্রচলন করা হয়। সেই আইনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে গল্পটি। এছাড়াও ১৯৪৭ সালের একটা ঐতিহাসিক গল্পও রয়েছে। সব মিলিয়ে একদম টানটান রহস্যের জলঘোলা ব্যাপার রয়েছে ছবিটিকে ঘিরে ৷ 

ছবির প্রসঙ্গে পরিচালক অরুণাভ দে জানান যে এই ছবিতে আগাগোড়া থেকে ভালোবাসার গল্প বলা হলেও এটা সময়ের গল্প। এই ছবিতে যে দুটো সালের কথা বলা হয়েছে। সেই দুটো সালের মধ্যে ১৯৪৭ এর গল্পতে অভিনয় করতে দেখা যাবে অনুষা বিশ্বনাথন ও কৌশিকি চক্রবর্তী কে এবং ২০১৮ এর গল্প তে অভিনয় করতে দেখা যাবে তপতি মুনষী এবং মঞ্জুলা পোল্লে কে। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ শাহ, শ্যামল দে, রত্না দে। ছবির প্রযোজনায় কাহিনি ওয়ার্ল্ডস। জয়িতা রায় নিবেদিত প্রজাপতির দৈর্ঘ্য ১৭ মিনিট। ছবিতে চিত্রগ্রাহকের কাজ করেছেন সুশোভন চক্রবর্তী। ছবির সম্পাদনা ও কালার করেছেন ফিরোজ শাহ৷ আবহ সংগীতের কাজ করেছেন কুন্তল মিত্র। ছবির সহকারী চিত্র পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী, শুভার্থী বিশ্বাস, রাজেশ বিশ্বাস ও বিক্রম শিখর রায়। ছবির প্রচার শিল্প অঙ্কন করেছেন শুভম দত্ত। ছবির লুক ডিজাইন করেছেন অনুপ সরকার৷ এ ছবির ক্রিয়েটিভ পরিচালক তাপস চক্রবর্তী। 

'প্রজাপতি' ছবিটি নিয়ে প্রচন্ড আশাবাদী পরিচালক অরুণাভ দে। যিনি নতুন ধরনের কাজ করতেই বেশি ভালোবাসেন। এতোদিন তাকে সবাই অভিনেতা হিসেবেই চিনে এসেছেন৷ কিন্তু এবার নিজের পরিচয়টা একটু পরিবর্তন করতে চলেছেন তিনি। অভিনেতা থেকে তিনি এখন চলচ্চিত্র পরিচালক। অনেকের মনে হতে পারে তিনি অভিনয় থেকে হয়তো সরে এসে ছবি পরিচালনা করছেন, ব্যাপারটা একদমই ভুল। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনার কাজও চালিয়ে যেতে চান। তিনি কাজের মধ্যেই নিজের সময় কাটাতে চান। 'প্রজাপতি' ছবির মাধ্যমে তিনি দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন।         
    
প্রতিবেদন- সুমিত দে

No comments