Header Ads

জিভে জল নিয়ে আসা মুখরোচক সুজির কচুরি বানানোর পদ্ধতি


সুজির কচুরি---

যা যা প্রয়োজন :

সুজি১ কাপ
জল২ কাপ
গরমমশলা গুঁড়া১ চা চামচ
লবন১ চা চামচ
তেলভাজার জন্যে

পুরের জন্যে লাগবে :
আলু সেদ্ধ১টি বড়ো আলু
ফুলকপি ১ কাপ (ভাপানো)
সেদ্ধ মটর১/৪ কাপ
গাজর ১/৪ কাপ (ভাপানো)
ধনেপাতাইচ্ছামতো
আস্ত পাঁচফোড়ন১ চা চামচ
আস্ত শুকনামরিচ২টি
হলুদ,মরিচ,ধনে গুঁড়া১/২ চা চামচ করে
চিনি, লবণস্বাদমতো
তেলপরিমাণমতো

অল্প তেলে উপরের উপকরণগুলি ভাজা ভাজা করে পুর তৈরি করে রাখুন।





যেভাবে করবেন :

একটি হাঁড়িতে তেল, গরমমসলা গুঁড়া ও লবণ মিশিয়ে আঁচে বসান। জল ফুটে ওঠা শুরু করলে অল্প করে করে সুজি দিয়ে ডো করে নিন। একদম রুটির মতো ডো হবে।  সুজির হাঁড়ি নামিয়ে কিছুটা ঠান্ডা করে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিন। এই ডো থেকে ১০-১২ টা কচুরি হবে।
প্রতিটা ভাগের ডো হাতের তালুতে নিয়ে সমান করে ভেতরে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। মুখ বন্ধ করে পুরিগুলিকে আবার হাতের চাপেই সমান করে নিতে পারেন, অথবা ভাঁজ দিয়েও রাখতে পারেন। সব বানানো হলে গরম ডুবো তেলে সোনালী করে ভেজে নিন।

টমেটো ও চিলি সস দিয়ে পরিবেশন করুন।


রেসিপিটি লিখেছেন- ডা. শান্তনু বাগচী

No comments