Header Ads

ফিরে দেখা ২০১৮ : প্রয়াত হয়েছেন যেসব বাঙালি ব্যক্তিত্ব ও স্বনামধন্য শিল্পীরা

২০১৮ সালে প্রয়াত হয়েছেন বেশ কিছু মহান বাঙালি মানুষ স্বনামধন্য শিল্পীরা একনজরে দেখা নেওয়া যাক সেই তালিকা।

. চন্ডী লাহিড়ী- বিখ্যাত বাঙালি কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী ২০১৮ সালের ১৮ জানুয়ারি দীর্ঘ অসুস্থতার জন্য পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর     

. সুপ্রিয়া দেবী - বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী সুপ্রিয়া দেবী যিনি অভিনয় করেছেন মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সব্যসাচী, সূর্য শিখা, চৌরঙ্গী, বনপলাশীর পদাবলী, সিস্টার, সন্যাসী রাজা, দেবদাস, দুই পৃথিবী, নেমসেকের মতো বিখ্যাত সব বাংলা চলচ্চিত্রে যিনি অভিনয়ের জন্য জিতেছিলেন পদ্মশ্রী, বঙ্গবিভূষণের মতো অসংখ্য পুরস্কার ২০১৮ সালের ২৬ শে জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর

. মণীন্দ্র গুপ্ত- বিখ্যাত বাঙালি কবি মণীন্দ্র গুপ্ত ২০১৮ সালের লা ফেব্রুয়ারী  বার্ধক্যজনিত অসুস্থতার কবলে পড়ে পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর তিনি লিখেছেন মৌপোকাদের গ্রাম, লাল স্কুলবাড়ি, ছত্রপলাশ চৈত্যে দিনশেষে, বাড়ির কপালে চাঁদ, টুংটাং শব্দ নিঃশব্দ, বনে আজ কনচের্টোর মতো বেশ কিছু কাব্যগ্রন্থ

. রমাপদ চৌধুরী- বিখ্যাত বাঙালি লেখক রমাপদ চৌধুরী ২০১৮ সালের ২৯ শে জুলাই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক পাড়ি দেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর তিনি লিখেছেন খারিজ, বনপলাশের পদাবলী, অভিমন্যু, লালবাড়ি, পিকনিক আহ্লাদীর মতো অসংখ্য উপন্যাস    

. দ্বিজেন বন্দোপাধ্যায়- জনপ্রিয় বাঙালি অভিনেতা নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দোপাধ্যায় ২০১৮ সালের ২৭ শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৮ বছর বয়সে অকালে পরলোক গমন করেন তিনি অভিনয় করেছেন জাতিস্মর, অটোগ্রাফ, বাদশাহী আংটি, গোরস্থানে সাবধান, যেখানে ভূতের ভয়, শজারুর কাঁটা, অরণ্যদেবের মতো বিখ্যাত সব ছবিতে

. আইয়ুব বাচ্চু- জনপ্রিয় বাঙালি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে পরলোক গমন করেন তিনি সৃষ্টি করেছেন সেই তুমি কেন এতো অচেনা, রূপোলী গিটার, চলো বদলে যাই, গতকাল রাতে, অনন্ত প্রেম তুমি দাও আমাকের মতো বিখ্যাত সব বাংলা গান

. বিপ্লব কেতন চক্রবর্তী - জনপ্রিয় বাঙালি থিয়েটার শিল্পী বিপ্লব কেতন চক্রবর্তী ২০১৮ সালের ৩০ শে নভেম্বর ডিমেনশিয়াতে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর তিনি জন্মভূমি চুনী-পান্না ধারাবাহিকের জন্য বিখ্যাত হন

. দ্বিজেন মুখোপাধ্যায়- জনপ্রিয় বাঙালি কণ্ঠশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ২৪ শে ডিসেম্বর পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর তিনি দেড় হাজারেরও বেশি গান রেকর্ড করেন

. নীরেন্দ্রনাথ চক্রবর্তী - জনপ্রিয় বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ২০১৮ সালের ২৫ শে ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর তিনি লিখেছেন  কলকাতার যীশু, উলঙ্গ রাজার মতো অসংখ্য কবিতা   

১০. মৃণাল সেন- বিশ্ববিখ্যাত বাঙালি চিত্র পরিচালক মৃণাল সেন গত ৩০ শে ডিসেম্বর বার্ধক্যজনিত অসুখে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর তিনি নির্মাণ করেছেন মহানগরী, কলকাতা ৭১, রাতভোর, নীল আকাশের নীচে, খারিজ, আকালের সন্ধানে, পদাতিক, পুনশ্চের মতো অসংখ্য বিখ্যাত ছবি     

প্রতিবেদন- সুমিত দে                           
                                                                                                      





                                                                      

No comments