Header Ads

সেরা স্টাইল আর ডিজাইনের ঠিকানা সুইটি জেইন। কলকাতা শহরে সেরা বুটিকের আস্থানা।ফ্যাশন, স্টাইল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বলতে পারেন প্রতিটি মানুষ স্টাইলের জগতে প্রতিদিন চায় নিজেকে পরিবর্তন করতে। আজ যেটা পছন্দ, কাল চায় তার থেকে নতুন স্টাইল। নতুন নতুন কালেকশন, আর অভিনব পোশাকের জেল্যায় নিজেকে মাতিয়ে তুলতে চায় সবাই। আর সেই নতুন পোশাকের কালেকশনের ঠিকানা সুইটি জেইন। হ্যাঁ, কলকাতা শহরের নতুন স্টাইল আইকনের ঠিকানা সুইটি জেইন। বিখ্যাত ডিজাইনার সুইটি জেইন নিজের নাম অনুসারে নিজের এই বুটিকের নাম রেখেছেন। প্রায় কুড়ি বছর ধরে নিজে নানা ডিজাইন তৈরি করে এসেছেন, আর সেই সমস্ত অভিনব কালেকশনের পোশাক পাওয়া যাবে সুইটি জেইনের নতুন ভবানীপুরের স্টোরে। 

ডিজাইনার সুইটি জেইন
লেডিস নানা রকম পোশাকের সম্ভার পাওয়া যাবে এই স্টোরে। এছাড়া কলকাতা শহরের নানা একজিভিশানে নিজের নাম সেরার সেরাতে লিখিয়ে দিয়েছে এই বুটিক। পুজোর জন্য রয়েছে নানা রকম নতুন ডিজাইন। যেগুলো নিজে হাতে ডিজাইন করেছেন ডিজাইনার সুইটি জেইন। ছোটো থেকে নিজের মধ্যে ইচ্ছা ছিল একজন বিখ্যাত ডিজাইনার হয়ে ওঠার। আর সেই ইচ্ছা পূরনের জন্য ভবানীপুরে নিজের স্টোরে সাজিয়ে রেখেছেন নিজের পছন্দের নানা রকম নতুন ডিজাইনের পোশাক। এই পুজোতে নিজেকে সাজিয়ে তোলার একমাত্র ঠিকানা সুইটি জেইন।

প্রতিবেদন-লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments